ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কায়া ইউরিয়েফ;###; সিএনএন টেক

বধিররা এখন আইফোন থেকেও শুনতে পাবে

প্রকাশিত: ০৬:৫৭, ১২ আগস্ট ২০১৭

বধিররা এখন আইফোন থেকেও শুনতে পাবে

হিয়ারিং ইমপ্ল্যান্ট যাদের লাগানো আছে তারা শীঘ্রই বিনা তারে এ্যাপল ডিভাইস থেকে মিউজিক শুনতে ও ফোনকল গ্রহণ করতে পারবে। এ্যাপল কোম্পানি মেডিক্যাল ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোচলিয়ার লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে প্রথমবারের মতো কোচলিয়ার ইমপ্ল্যান্ট সাউন্ড প্রসেসর তৈরি করবে। এর সাহায্যে ব্যবহারকীরা তাদের আইফোন, আইপ্যাড ও আইপড টাচ থেকে সরাসরি শব্দ গ্রহণ করতে পারবে। কোচলিয়ার নিউক্লিয়াস ৭ ডিভাইসের কথা সম্প্রতি ঘোষণা করা হয়। গত জুন মাসে এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ এডমিনিস্ট্রেশনের অনুমোদন পায়। সম্প্রতি এ্যাপল জিএন রিসাউন্ড’এর মতো মেডিক্যাল ডিভাইস প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে মিলে আইওএস মানের হিয়ারিং এইড তৈরি করেছে। বর্তমানে ৫০টিরও বেশি হিয়ারিং এইড আছে যা আইফোনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। বিশ্বব্যাপী বধিরের সংখ্যা ৩৬ কোটি। এর মধ্যে শিশুই হচ্ছে ৩ কোটি ২০ লাখ। এ তথ্য বিশ্বস্বাস্থ্য সংস্থার। এদের অনেকে হিয়ারিং এইড ব্যবহার করে। তবে হিয়ারিং এইড ও কোচলিয়ার ইমপ্ল্যান্ট সম্পূর্ণ আলাদা জিনিস। কোচলিয়ার ইমপ্ল্যান্ট তাদের জন্য যাদের শ্রবণশক্তি মারাত্মক ও গভীরভাবে অনুপস্থিত এবং যখন হিয়ারিং এইড ব্যবহার করেও তেমন কোন সুফল পাওয়া যায় না। হিয়ারিং এইড শব্দ বা ধ্বনিকে বাড়িয়ে তোলে। অন্যদিকে কোচলিয়ার ইমপ্ল্যান্ট শ্রবণ নার্ভকে সরাসরি উদ্দীপ্ত করে। এর আভ্যন্তরীণ একটা অংশ আছে যা কানের পেছনের চামড়ার নিচে অপারেশন করে বসানো হয়। বাইরের অংশটা গতানুগতিক হিয়ারিং এইডের মতো দেখতে। নতুন কোচলিয়ার নিউক্লিয়াস ৭ এর সঙ্গে ব্লুটুথ এবং এ্যাপলের প্রোপাইটারি প্রটোকলের সংমিশ্রণ ব্যবহারকারী আইওএস ডিভাইসগুলোর মিল আছে। এ্যাপল এই প্রটোকলটা এর আগে হিয়ারিং এইডের জন্য সৃষ্টি করেছিল। হিয়ারিং ডিভাইসের ভলিউম পরিবর্তন বা ব্যাটারির অবস্থা পরীক্ষা করে দেখার মতো সাধারণ কমান্ডের কাজগুলো পৃথক এ্যাপ ছাড়াই আইওএসের মাধ্যমে করা যেতে পারে। কোচলিয়ার ইমপ্ল্যান্ট হারিয়ে গেলে সেটা খুঁজে বের করার মতো উন্নততর কাজগুলো কোচলিয়ার এ্যাপের মাধ্যমে করা যায়। আগে হিয়ারিং এইডের সঙ্গে কোন ব্যবহার করা যেত এবং ব্যবহারকারী ব্যক্তির কানে খুব জোরে আওয়াজ হতো। স্ট্রিমিং মিউজিক শোনাও কঠিন ছিল কারণ ব্যবহারকারীদের একই সঙ্গে একটা ইয়ারফোন ও হিয়ারিং এইড ধারণ করতে হতো। এখন এই নতুন ডিভাইস সমস্যাগুলোর সমাধান দেবে।
×