ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাশিয়ায় ভিপিএন নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:৫৬, ১২ আগস্ট ২০১৭

রাশিয়ায় ভিপিএন নিষিদ্ধ

রাশিয়ায় ইন্টারনেট গ্রাহকরা সরকারের নিষিদ্ধ ঘোষিত সাইটগুলো যেসব সফটওয়্যারের মাধ্যমে দেখার সুযোগ পেয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্বাক্ষরিত এক বিলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কসহ (ভিপিএন) বিভিন্ন সার্ভিস নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর মাধ্যমে সরকারী সেন্সরশিপকে পাশ কাটিয়ে গ্রাহকরা নিষিদ্ধ ঘোষিত ওয়েবসাইটগুলো দেখতে পেত। অনেক জনপ্রিয় ভিপিএন সার্ভিসের পেছনে মাসে প্রায় ১০ ডলার খরচ হতো। রাশিয়ায় ইন্টারনেট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান রোসকোমান্দজর এর কাছে হাজার হাজার ওয়েবসাইটের কালো তালিকা আছে। তথ্য ও যোগাযোগ নীতিবিষয়ক পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান লিওনিদ লেভিন বলেন, পুতিন স্বাক্ষরিত আইনটিতে নতুন করে কোন বিধিনিষেধ বা সেন্সরশিপ দেয়া হয়নি। যেসব তথ্য লাভ ইতোমধ্যে আইন বা আদালতের সিদ্ধান্তক্রমে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র সেগুলো দেখার উপর বিধিনিষেধ দেয়া হয়েছে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নতুন আইনের সমালোচনা করে বলেছে যে, এটা অনলাইন স্বাধীনতার উপর সর্বশেষ আঘাত। সংস্থার উপ-পরিচালক ভেনিস ক্রিভোশিভ বলেন, রুশ কর্তৃপক্ষ ভিন্নমতের প্রতি উত্তবোত্তর অসহিষ্ণু হয়ে উঠায় সেসব প্রযুক্তি ইন্টারনেট গ্রাহকদের সেন্সরশিপ ফাঁকি দিতে এবং নিজেদের প্রাইভেসি রক্ষা করতে সহায়ক, সেগুলো অনলাইনে স্বাধীন মতপ্রকাশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভিপিএনের বিরুদ্ধে অভিযান শুধু রাশিয়া একাই করেনি, চীনও করেছে। চীন ইতোমধ্যে দেশের তিন বৃহৎ টেলিকম কোম্পানিকে আগামী বছরের গোড়ার দিক থেকে ব্যক্তিগত পর্যায়ে ভিপিএনের সুযোগ লাভ বন্ধ করে দিতে বলেছে। দুই ভিপিএন প্রোভাইডার জানিয়েছে যে এ্যাপল কোম্পানি তাদের নোটিস দিয়েছে চীনে কোম্পানির এ্যাপ স্টোর থেকে তাদের সফটওয়্যার সরিয়ে দেয়া হচ্ছে কারণ এর মধ্যে বেআইনী কনটেন্ট আছে। অনুবাদ ॥ এনামুল হক
×