ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০০ মিটারে গুলিয়েভের জয়

প্রকাশিত: ১৮:১৩, ১১ আগস্ট ২০১৭

২০০ মিটারে গুলিয়েভের জয়

অনলাইন ডেস্ক ॥ ছিলেন না আগের চারবারের সোনা জয়ী গতি দানব বোল্ট। তাই নিকার্কের সামনে সুযোগ ছিল ৪০০ মিটারে সোনা জয়ের পর ২০০ মিটারের ডাবল জেতার। তবে ওয়েইড ভ্যান নিকার্ককে হারিয়ে সোনা জিতেছেন তুরস্কের রামিল গুলিয়েভ। লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে আজারবাইজানে জন্ম নেওয়া গুলিয়েভ চমক জাগিয়ে সোনা জিততে সময় নেন ২০.০৯ সেকেন্ড। ২০.১১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পান নিকার্ক। আর এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময় বেশি নিয়ে ব্রোঞ্জ পান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জেরিম রিচার্ডস। সোনা জয়ের পর গুলিয়েভ বলেন, ‘এটা কোন চমক না। তবে সত্যি বলেও মনে হচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুব খুশি। এটা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।’
×