ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের পুঁজিবাজারে লেনদেনে পরিচয়পত্র বাধ্যতামূলক হচ্ছে

প্রকাশিত: ০০:৩২, ১০ আগস্ট ২০১৭

ভারতের পুঁজিবাজারে লেনদেনে পরিচয়পত্র বাধ্যতামূলক হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক হতে পারে দেশটির নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা আধার কার্ড। এত দিন শেয়ার কেনাবেচা বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক ছিল। এবার আধার কার্ডের তথ্য দেওয়াও বাধ্যতামূলক হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কালো টাকার কারবারিদের রুখতে এই পদক্ষেপ করার কথা চিন্তা-ভাবনা করছে দেশটির সরকার ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। খবরে বলা হচ্ছে, নতুন নিয়ম জারি হলে মিউচুয়াল ফান্ড বা শেয়ার কেনাবেচার জন্যও আধার নম্বর জানাতে হবে। দেশটির পুঁজিবাজারের সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্তার বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার শিগগিরই আধার কার্ড বাধ্যতামূলক করবে। এটি কেবলমাত্র সময়ের অপেক্ষা। তবে লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের বদলে কেবলমাত্র আধার কার্ডই জরুরি হবে কি না তা স্পষ্ট করে জানাননি তিনি। উল্লেখ, গত ১ জুলাই থেকে করদাতাদের ক্ষেত্রে প্যান-এর সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করে দেশটির কেন্দ্রীয় সরকার।
×