ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ২৩:৪২, ১০ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এই দিনে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৯৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৯৫ কোটি ৮২ লাখ টাকা বেশি। বুধবার এই বাজারে ৮৬৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সি অ্যান্ড এ টেক্সটাইল, ফরচুন সুজ, ইফাদ অটো, বিবিএস কেবল, সিটি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইনান্স, আই্এফআইসি, গ্রামীন ফোন, জেনারেশন নেক্সট ফ্যাশন ও কনফিডেন্স সিমেন্ট। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রূপালী ব্যাংক, ফাইন ফুড, উত্তরা ফাইনান্স, রংপুর ফাউন্ড্রি, লাফার্জ সুরমা সিমেন্ট, ইস্টার্ন ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড ও বাংলাদেশ সাবমেরিন কেবল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরীজ, বিডি ল্যাম্পস, সুহৃদ ইন্ড্রাস্টিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সোনালী আশ, সাফকো স্পিনিং, শ্যামপুর সুগার, তুং হাই নিটিং, সামিট পোর্ট এলায়েন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সি অ্যান্ড এ টেক্সটাইল, ইস্টার্ন ব্যাংক, বিবিএস কেবল, লাফার্জ সুরমা সিমেন্ট, ফু-ওয়াং ফুড, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ফরচুন সুজ, বে´িমকো ও জেনারেশন নেক্সট ফ্যাশন।
×