ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৈয়দা রুবি রাজ্জাক

শোক থেকে শক্তি

প্রকাশিত: ০৫:২৯, ১০ আগস্ট ২০১৭

শোক থেকে শক্তি

সদ্য প্রসূত বাংলাদেশ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো রক্তিম লাভায় উদ্গিরণ হয়েছে। সেই স্বর্ণময় সোনালি মুহূর্ত মহীরুহ বটবৃক্ষ উৎপাটন হলো, এই সোনার বাংলার ভূপৃষ্ঠ হতে ১৯৭৫-এর ১৫ আগস্ট, জাতি স্তব্ধ! পৃথিবীর কোন দেশে এ রকম হয়নি। সপরিবারে নিধনযজ্ঞ। যুদ্ধ জাতির জীবনে অমঙ্গল বয়ে আনে। জাতি এবং দেশ স্বাধীন করার স্তম্ভ হয়েই বোধহয়, তিনি ৭ মার্চ ১৯৭১ সালে সোহ্রাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভায় বজ্রকণ্ঠে ভাষণ দিয়েছেন। পৃথিবীর অনেক বক্তৃতার মধ্যে শ্রেষ্ঠ বক্তৃতা। তখন দেশ ছিল পূর্ব-বাংলা। এই দেশ ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানীদের হাতে আসে। রাষ্ট্রভাষা নিয়ে মতভেদ, তারপর স্বাধীনতা যুদ্ধ। সেই সময় রাজনীতিবিদ মহাপুরুষেরা, যেমন-শেরেবাংলা ফজলুল হক, সোহ্রাওয়ার্দী, মওলানা ভাসানী এবং আরও বহু স্বনামধন্য নেতার মিলিত প্রচেষ্টা মিছিল, মিটিং, জেলহাজতে বন্দী থাকা, সর্বোপরি স্বদেশের মুক্তির জন্য সংগ্রামী হওয়া। তাদেরই উত্তরসূরি শিক্ষা, জ্ঞান, বুদ্ধি অর্জনের মাধ্যমে এমনি একজন সাহসী বীর এসেছিলেন। সব নেতার মধ্যমণি ‘শেখ মুজিবুর রহমান।’ কি অপরাধ ছিল তার? তাঁর অপরাধ কি এটাই যে তিনি জীবনবাজি রেখে স্বাধীনতা সংগ্রামে সাড়ে সাত কোটি বাঙালিকে একতাবদ্ধ করেছিলেন? যারা ওই অন্যায় কর্মে রত ছিল, তারা হয়ত ইতিহাস পড়েনি। তিনি সূক্ষ্মাতিসূক্ষ্ম বৃদ্ধিমত্তা কলাকৌশল দিয়ে দেশবাসীকে সঙ্গী করে দেশকে শত্রুমুক্ত করার জন্য অগ্রসর হয়েছেন এবং শত্রু মুক্ত করে দেশ স্বাধীন করেছেন। তাঁর এই অব্যর্থ কর্মের সুফলই লাল-সবুজের পতাকা হাতে বুকভরা মুক্ত নিশ্বাস নিতে পারছি। তাই তো দেশবাসী অন্তর দিয়ে ডেকেছেন ‘জাতির পিতা’। গরিবের বন্ধু, দেশের বন্ধু, জাতির বন্ধু ‘বঙ্গবন্ধু’। প্রজন্মের সন্তানরা বাবা-মা, দাদা-নানা এবং পর দাদাদের মুখে গল্প শুনে, লেখকদের বই পড়ে অনুভবে কল্পনার চোখে রোমন্থন করবে। দেশ কি, জাতি কি? এবং আর্কাইভের মাধ্যমে সংরক্ষিত সিনেমা বা ছবি, বিশেষ দিনে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের দেখালে জানতে পারবে, স্বাধীনতা কি? পরবর্তী প্রজন্মের সন্তানরা অবশ্যই সচেতনতা ফিরে পাবে, ভাল মানুষ হবে। লোভ, পাপ মুক্ত থাকবে, জ্ঞান অর্জন করবে, দেশ ও জাতিকে ভালবাসবে আর উন্নত ও সমৃদ্ধের পথে এগিয়ে নেবে, এই আশাই হয়ত প্রজন্মের সন্তানরা করবে। তারা শোককে শক্তিতে পরিণত করবে। বারিধারা, ঢাকা থেকে
×