ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিনি অনুপ্রেরণার উৎস

প্রকাশিত: ০৫:২৯, ১০ আগস্ট ২০১৭

তিনি অনুপ্রেরণার উৎস

বঙ্গবন্ধু আদর্শের ধারক, বাহক ও পথ-প্রদর্শক, একজন অসাধারণ মানুষ, সাধারণ পরিবারের সন্তান। নিজের মেধা ও গুণে অতিউচ্চ একটি আসনে আজ অধিষ্ঠিত। নিজের লৌহ কঠিন মনোবল নিয়ে আজীবন সংগ্রাম করে তিনি যশস্বী হয়েছেন। তাঁর তুলনা তিনি নিজেই। পরাধীন দেশে, অবিভক্ত বাংলায়, ইংরেজ শাসিত ভারতবর্ষের একটি অজ পাড়াগাঁয়ে তার জন্ম, কিন্ত‘ নিজ গুণে তিনি এত বড় হয়েছেন, এত নাম ডাক কুড়িয়েছেন। সেজন্য আজ বিশ্ববাসী তাঁকে অতি সম্মান ও শ্রদ্ধার চোখে দেখেন। আমরা নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু তার আদর্শ তিনি যা রেখে গেছেন; সেই ত্যাগ তিনি যা বরণ করেছেন; মানুষের প্রতি ভালবাসা যা তিনি রেখে গেছেন; সেই সম্পর্কে অনেক শুনেছি, পড়েছি, ছবি দেখে জানতে পেরেছি; তাই তো তিনি আজ বঙ্গবন্ধু, সকলের ভালবাসার পাত্র। বেয়াল্লিশ বছর আগে ১৯৭৫ এর ১৫ আগস্টের কালরাত্রিতে যেসব দানব বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তাদের বিচার হয়েছে- কেউ রেহাই পায়নি। আমরা নবপ্রজন্ম এই খবর জানি। আমরা লজ্জায়-ঘৃণায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই জঘন্য নরপশুরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তারা কোন দিনই মানুষের ¯েœহ, মায়া-মমতা ভালবাসা পাবে নাÑ মানুষ তাদের শুধু ঘৃণাই করবে ততদিন যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা। আমরা নবপ্রজন্ম বঙ্গবন্ধুকে কখনও ভুলব না। আমরা তার আদর্শের সৈনিক। তিনি আমাদের সকল অনুপ্রেরণার উৎস। তার আদর্শকে বুকে লালন করে আমরা বড় হব, এই দেশকে গড়ে তুলব। আমরা নতুন প্রজন্ম আমাদের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর জীবনবৃত্তান্ত ও আদর্শ, তাঁর আজীবনের কর্ম, তাঁর সমাজসেবা, লোকসেবার কথা জানতে পেরেছি। তাঁর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ঘটনার কথা জানতে পেরেছি। তাই তো তার প্রতি আমাদের ভক্তি-শ্রদ্ধা আর ভালবাসা অনেক বেড়ে গেছে। একজন মহান সমাজসেবক কিউবার প্রয়াত রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধু সম্বন্ধে বলেছেন, ‘আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবুর রহমানকে দেখেছি।’ তার কথার প্রতিধ্বনি করে আমরাও বলতে চাই, আমরা বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু তার কীর্তি দেখেছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আমরা এই দেশের নবপ্রজন্ম দেশটিকে সোনার বাংলা করার অঙ্গীকার করছি। দেশমাতৃকার স্বাধীনতা আর সুনাম আমাদের যে কোন ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে সমুন্নত রাখতে হবে। বঙ্গবন্ধু দেশ ও দেশবাসীর জন্য জীবন দিয়ে গেছেন, আমরা তার গর্বিত অনুসারী হব। একটি দেশের স্বাধীনতা তখনই বিপন্ন হয় যখন মীরজাফরের মতো লোকেরা সেই দেশে জন্মগ্রহণ করে। বঙ্গবন্ধুর সঙ্গে যারা বেইমানি করেছে তারা শাস্তি পেয়েছে। দেশে যাতে আর মীরজাফর না জন্মে সেদিকে সবার সুতীক্ষè দৃষ্টি রাখতে হবে। ম্যাপললীফ ইন্টারন্যাশনাল স্কুল ধানম-ি, ঢাকা থেকে
×