ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেলিম ভূঁইয়া

পঁচাত্তরের পাপীদের ঘৃণা

প্রকাশিত: ০৫:২৮, ১০ আগস্ট ২০১৭

পঁচাত্তরের পাপীদের ঘৃণা

১৫ আগস্ট! জাতীয় শোক দিবস! দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনার কিছু নেই; সকলেরই জানা আছে। কিন্তু দিবসটির নামকরণ নিয়ে মাঝে মাঝে মনে হয়, নামকরণটি পুরোপুরি যথার্থ হয়নি। যথার্থ হয়নি, মনে হয় কারণ পিতা যদি আরও এক শ’ বছর বেঁচে থেকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতেন তবুও তো ওই দিনটি আমাদের জন্য জাতীয় শোকের দিনই হতো। কিন্তু ১৫ আগস্টের যে ইতিহাস, ওইদিন কিন্তু আমরা শুধু পিতাকেই হারাইনি; ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়ের পর ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘটেছিল চরম পরাজয়! শুনতে যেমনই শোনা যাক এটাই বাস্তবতা। ইতিহাসের ওই কলঙ্কময় দিনে বীরের জাতি পরাজিত হয়েছে। যতই বিচার হোক, রায় কার্যকর করা হোক, ইতিহাস থেকে কি এই কলঙ্ক মুছে ফেলা যাবে! মীর জাফরের রক্ত বাহিত চির অকৃতজ্ঞ, নেমকহারামের জাত আমরা! জন্মই নিয়েছি এক কলঙ্কিত ইতিহাস মাথায় নিয়ে! ১৫ আগস্টের খুনীদের ঘৃণা জানানোর ভাষা জানা নেই। কোন্ অপরাধে, কিসের মোহে, তারা এমন একজন মহামানবকে হত্যা করল, যিনি শুধু দেশ বা জাতির নয় গোটা বিশ্বমানবতার সম্পদ? যিনি শুধু দিয়েই গেছেন বিনিময়ে কিছুই আশা করেননি, এমন একজন মহামানব ওদের আক্রশের শিকার হলেন কেন? এ সব প্রশ্নের উত্তর কোনদিনই পাওয়া যাবে না। শুধু এটুকুই অনুমান করা যায় যে, মহান আল্লাহর সমস্ত সৃষ্টিকুলের মধ্যে ওরা নিকৃষ্ট, সবচেয়ে ইতর! এসব ইতরের কথা বাদ দিলেও কি জাতি দায় এড়াতে পারে? কি ভূমিকা নিয়েছিল সেদিন পুলিশ বাহিনী? রক্ষীবাহিনী? সেনাবাহিনী? আওয়ামী লীগের নেতাকর্মী? সর্বোপরি এদেশের সাত কোটি মানুষ? জীবনের মায়া এত বেশি হয়েছিল? জীবনের মায়া ত্রিশ লাখ শহীদের ছিল না? ছিল না মেজর জামিলের? নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন মীর জাফরকে, ‘আপনি শুধু আমার সেনাপতিই নন, আপনি আমার পরম আত্মীয়ও। বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই তো পরম আত্মীয়।’ নবাব সিরাজউদ্দৌলার এই বিশ্বাসের মূল্য মীর জাফর কিভাবে দিয়েছিল তা সবার জানা। ইতিহাসের কী নিখুঁত পুনরাবৃত্তি! ১৯৭৫ সালের মীর জাফর ১৭৫৭ সালের মীর জাফরকেই অনুসরণ করল! রক্ত যে এক! দুজনেই সেনাপতি! ৭৫ এর খুনীদের চেয়ে এসব মীর জাফরেরা দেশ ও জাতির বড় শত্রু। বিএনপি-র রক্ত কোনদিন শোধন হবে না। ইতিহাসে পড়েছি, দেখেছি ৭৫-এর খুনীদের তারা কীভাবে পুরস্কৃত করেছে! জাতীয় শোক দিবসে কেক কেটে কিভাবে উল্লাস করেছে! ২১ আগস্টে কি করেছে! ১৫ আগস্টের শত্রুরা কোনদিনই শত্রুতা বন্ধ করবে না। তবে তাদের থুথু দিয়ে আর ঘৃণা করে এগিয়ে যেতে হবে জাতিকে। তবেই শোক হবে শক্তির উৎস। মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়, পাবনা থেকে
×