ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইট্র্যাকিং সুবিধা আনবে উইন্ডোজ ১০

প্রকাশিত: ১৯:১৭, ৭ আগস্ট ২০১৭

আইট্র্যাকিং সুবিধা আনবে উইন্ডোজ ১০

অনলাইন ডেস্ক ॥ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এবার বিল্ট ইন আইট্র্যাকিং ফিচার চালুর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ফিচারটি কাজে লাগিয়ে কি-বোর্ড বা মাউসের সাহায্য ছাড়াই চোখের ইশারায় বিভিন্ন প্রগ্রাম চালু, টাইপ এমনকি পেইজ স্ক্রলও করা যাবে। অর্থাৎ ব্যবহারকারী ডিভাইসের যে অংশে তাকাবেন সেটি অনুসরণ করে কাজ করবে ফিচারটি। সংশ্লিষ্টরা বলছেন, ‘আই কন্ট্রোল’ নামের ফিচারটি শারীরিক প্রতিবন্ধীদের কম্পিউটার ব্যবহারে সহায়তা করবে। ফিচারটির কার্যকারিতা ইতোমধ্যে পরীক্ষা করেছে মাইক্রোসফট। তবে কবে নাগাদ উন্মুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
×