ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিডনি দিয়ে ভাইকে নতুন জীবন দিল দিদি

প্রকাশিত: ০০:৩৫, ৬ আগস্ট ২০১৭

কিডনি দিয়ে ভাইকে নতুন জীবন দিল দিদি

অনলাইন ডেস্ক ॥ কাপড় বা প্লাস্টিকের তৈরি কোনও কৃত্রিম রাখি নয়, ভাইয়ের প্রতি দিদি ভালবাসার প্রমাণ দিল নিজের কিডনি দিয়ে। কিডনির সমস্যায় আক্রান্ত ভাইকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন দিদি। ঘটনাটি নভি মুম্বইয়ের আইরোলির। পরমেশ্বর পাওয়ার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ২৮ বছরের পরমেশ্বরের কিডনিতে কয়েক বছর আগেই সমস্যা দেখা গিয়েছিল। চিকিৎসাও শুরু হয়। কিন্তু পরিস্থিতির ক্রমাগত অবনতি হতে থাকে। চিকিৎসকেরা জানিয়ে দেন, ওষুধে আর কাজ হবে না, যত দ্রুত সম্ভব কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। কিন্তু সেখানেও সমস্যা। অনেক খোঁজাখুঁজি করেও দাতা পাওয়া যাচ্ছিল না। এরপরই পরমেশ্বরের দিদি হিরা ধোত্রে এগিয়ে আসেন। চিকিৎসকদের জানান, তিনি কিডনি দিতে ইচ্ছুক। পরমেশ্বরের চিকিৎসক আনমোল পাতিল বলেন, ‘‘হিরার সমস্ত মেডিক্যাল পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, তিনি একেবারেই সুইটেবল ডোনার। অর্থাৎ পরমেশ্বরকে কিডনি দিতে পারবেন।’’ মাস তিনেক আগে পরমেশ্বরের কিডনি প্রতিস্থাপন হয়। এখন তিনি অনেকটাই সুস্থ। খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন। ভাইকে বাঁচাতে পেরে খুশি হিরাও। তাঁর কথায়, “কাল ভাইয়ের রুটিন চেকআপ হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন ভাই সুস্থ। এ বারের রাখিতে এটাই আমার ভাইকে দেওয়া উপহার।” সূত্র : আনন্দবাজার পত্রিকা
×