ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্রেন্ডশিপ ডে জন্য আগাম কিছু ক্ষুদে বার্তা

প্রকাশিত: ২০:১০, ৪ আগস্ট ২০১৭

ফ্রেন্ডশিপ ডে জন্য আগাম কিছু ক্ষুদে বার্তা

অনলাইন ডেস্ক ॥ বন্ধু। কখনও ছোটবেলার খেলার সঙ্গীরাই থেকে যায় আজীবন, কখনও জীবনের কোনও কঠিন মুহূর্তে নিজেকে চেনায় সে। পরিবারও যখন দূরে সরে যায়, নিজের উপর থেকে যখন বিশ্বাস চলে যায়, তখনও জীবনে ছায়ার মতো পাশে থাকে বন্ধু। জীবনের প্রতিটা বাঁকে বদলে যায় সে, কখনও নতুন নাম নিয়ে, কখনও নতুন চেহারায়, নতুন সংজ্ঞায় বদলে দিয়ে যায় জীবনের মানে। রাগ, দুঃখ, অভিমান, আনন্দ শুষে নিয়ে সমৃদ্ধ হয়ে ওঠে জীবনের যে ব্লটিং পেপার তার নামই বন্ধু। অগস্ট মাসের প্রথম রবিবার মানেই বন্ধুত্বের দিন। ছোট্ট একটা মন ভাল করা মেসেজে বন্ধুকে জানান, আপনি সব সময় তার পাশে আছেন, ভাল থেকো বন্ধু। আপনার জন্য রইল এমনই সেরা কয়েকটি মেসেজ, যা আপনি পাঠাতেই পারেন আপনার বন্ধুকে— নিজের পরিবার তুমি বেছে নিতে পার না, কিন্তু বন্ধু হল সেই পরিবার যা তুমি বেছে নিতে পার। জীবনের রেসিপিতে সবচেয়ে জরুরি উপাদান হল বন্ধুত্ব। যখন কেউ বলে, ‘‘সেকি! তুমিও? ভাবতাম আমি একাই’’-এখানে থেকেই জন্ম নেয় বন্ধুত্ব।–সি এস লুইস বন্ধু সেই যে তোমার জীবনের সবটুকু জেনেও তোমাকে ভালবাসে! আমরা তো প্রিয় বন্ধু। যদি তুমি পড়ে যাও, আমি তোমাকে টেনে তুলবোই…তবে আমার হাসি থামার পর! বন্ধু সেই যে তোমার হৃদয়ের সুরটা জানে। তুমি ভুলে গেলেও, সে তোমাকে ভুলতে দেবে না। বন্ধুরা পাশে থাকলেই ভাল সময় হয়ে ওঠে আরও সুন্দর, খারাপ সময় হয় সহজ। যখন তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেল, তখনও যে তোমার উপর বিশ্বাস রাখে, সেই হল বন্ধু। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×