ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১॥ আহত ৩৫

প্রকাশিত: ০২:২৮, ২৮ জুলাই ২০১৭

সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১॥ আহত ৩৫

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শুক্রবার বিকেল ৫টার দিকে নওগাঁর সাপাহারে এক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩৫জন আহত হয়েছে। সাপাহার-নজিপুর সড়কের গোডাউনপাড়া ধাতাল পাড়ার নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, জেলার ধামইরহাট উপজেলার চাঁনপুর গ্রামের ফয়েজ উদ্দীনের পুত্র শাহদাদ হোসেন তার ছোট ভাই আবু সুফিয়ানের স্ত্রী ও তার নবজাতক শিশুকে নেয়ার জন্য ওই দিন সকাল ১০টার দিকে ৩৬জন লোক ইঞ্জিন চালিত ভটভটি যোগে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা হাটখলা পাড়ার নাজিবুর রহমানের বাড়ি যায়। দুপুরে খেয়ে দেয়ে তারা আবার ওই ভটভটি যোগে ধামইরহাট চাঁনপুর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত স্থানে পৌঁছিলে দ্রুত গতিতে চলা ভটভটিটি রাস্তায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে যায়। এতে সকল যাত্রী ভটভটির নিচে চাপা পড়ে শাহদাদ হোসেনের কলেজ পড়ুয়া পুত্র দেলোয়ার হোসেন (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। অন্য সকল যাত্রী আহত হলে সঙ্গে সঙ্গে তাদের সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে গুরুতর আহত আব্দুল লতিফের পুত্র হুমায়ন (৩২) ও ময়েজ উদ্দীনের পুত্র ইলিয়াস (৪৫) কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ফয়েজ উদ্দীনের পুত্র আবু সুফিয়ান (৩০) কে সাপাহার হাসপাতালে ভর্তি করা হয়। অন্য সকল আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়।
×