ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডের ত্রিপুরা পল্লীতে ফের ১১ শিশু অসুস্থ

প্রকাশিত: ০২:২৬, ২৮ জুলাই ২০১৭

সীতাকুন্ডের ত্রিপুরা পল্লীতে ফের ১১ শিশু অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড ॥ চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়ি বার আউলিয়া ত্রিপুরা পল্লীতে ফের ১১ শিশু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার সোনাইছড়ি বার আউলিয়া ত্রিপুরা পল্লীতে হঠাৎ ১১ শিশু অসুস্থ বোধ করলে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করান। জ্বরে আক্রান্ত শিশুরা ইন্দ্র মোহন ত্রিপুরা(২),পপি ত্রিপুরা(২),শিবিয়া ত্রিপুরা(৪),সজিব ত্রিপুরা(৩),চন্দ্রন বাবু ত্রিপুরা(৯),শিল্পী ত্রিপুরা(৯),চন্দ্রন রাণী ত্রিপুরা(৩),কবিতা ত্রিপুরা(৫ মাস),আপন ত্রিপুরা(২),হৃদয় ত্রিপুরা(৫মাস) ও রাধা মালা ত্রিপুরা(৫)। সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.নুরুল করিম রাশেদ জানান,‘সকালে বার আউলিয়া ত্রিপুরা পল্লীর ১১ শিশু হঠাৎ অসুস্থ বোধ করলে জরুরী ভিত্তিতে আমরা ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করার জন্য পাঠায়। তাদের শরীলের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গত কয়েকদিন আগে সুস্থ হয়ে যাওয়া শিশুগুলো জ্বরে আক্রান্ত হয়। আমি জেনেছি,জ্বরে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। তারপর বিআইটিআইডি হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে,সুস্থ হওয়ায় পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হবে বলে তিনি জানান। তবে এ বিষয়ে জানতে বিআইটিআইডি ফৌজদারহাট প্রধান ডা.এম এ হাসানকে উনার মুটোফোনে একাধিকবার ফোন করলেও উনার ফোন সংযোগ দেওয়া সম্বব নয় বলে জানান। উল্লেখ্য,চলতি মাসের মাঝামাঝি সময়ে উপজেলার বার আউলিয়া ত্রিপুরা পল্লীতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৪ দিনে ৯ শিশুর মৃত্যু হয় এবং একই দিন ৩১ শিশুতে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে রোগাক্রান্ত অবস্থায় ভর্তি করান। এক সপ্তাহ পরীক্ষা-নিরীক্ষা করে সনাক্ত হয় মূলত হাম রোগে তাদের মৃত্যু হয়।
×