ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর বাড্ডায় তিন কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০১:০৭, ২৮ জুলাই ২০১৭

রাজধানীর বাড্ডায় তিন কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডা এলাকা থেকে তিন কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, -মোঃ আবু তাহের (২২), মোঃ লুৎফর রহমান (২০) ও মোঃ শাহাদাত হোসেন ওরফে সোহাগ (২৮)। পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ সময় ইয়াবা কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্র জানায়, বৃহস্পতিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মাইক্রোবাস সিগন্যাল দেয় কাউন্টার টেরোরিজম ইউনিট। এতে মাইক্রোবাসটি পালিয়ে চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে ওই মাইক্রোবাসটি। পরে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় সিটের নিচে রক্ষিত কয়েকটি প্লাষ্টিক প্যাকেট থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাইক্রেবাসের ভেতর থেকে ওই তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। কাউন্টার টেরোরিজমের সূত্র জানায়, এক লাখ পিস ইয়াবা আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। এতে বহনকৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে তারা নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা চালিয়ে আসছিল। রাজধানীর বিভিন্ন এলাকা ইয়াবা সরবরাহ করতো। প্রতিবারের মতো এবারও তারা কক্সবাজারস্থ বার্মা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে মাইক্রোবাস যোগে ঢাকা আসছিল। এ ব্যাপারে গ্রেফতারকৃদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
×