ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গহীন জঙ্গলে অবমুক্ত

বোয়ালখালীতে ধরা পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী

প্রকাশিত: ০১:০৫, ২৮ জুলাই ২০১৭

বোয়ালখালীতে ধরা পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ চট্টগ্রামের বোয়ালখালীতে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি বন্যপ্রাণী। শুক্রবার বিকেলে দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের শ্রীমাই বিটের গ্রহীণ পাহাড়ে এটি অবমুক্ত করা হয়েছে। দুপুরে পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলার সরোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রাম থেকে বন বিভাগ বিরল প্রজাতির এই প্রাণীটি উদ্ধার করে। এটির লেজ তিন ফুট লম্বা। দাঁতগুলো দাঁড়ালো সরো এবং মুখ চিকন। বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বোয়ালখালী উপজেলার সরোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামে বিরল প্রজাতির এই প্রাণীটি দেখা গেলে এলাকার লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে তা ধরে ফেলেন। খবর পেয়ে দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জার সুলতানুল আলম চৌধুরীর নির্দেশে প্রাণীটি উদ্ধার করা হয়। পরে বন প্রহরী বাবুল দাশ, পটিয়ার শ্রীমাই বিটের হ্যাডমেন মোঃ মহিউদ্দিন, মো. মাহবুব প্রাণীটি অবমুক্ত করে। বন বিভাগ এটির সুনির্দিষ্ট কোন নাম জানাতে না পারলেও এলাকার লোকজন হাইলগুনি, গুড়খন্তক ও লজ্জাবতী বানর নামে পরিচয় দিচ্ছে। এ ব্যাপারে পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী বলেন, বিরল প্রজাতির একটি বন্যপ্রাণী আটকের খবর পেয়ে বন বিভাগ তা উদ্ধার করেছে। গত এক সপ্তাহে বোয়ালখালী এলাকা থেকে ২টি অজগর সাপ উদ্ধার করা হয়েছে এবং তা পটিয়া শ্রীমাই বন বিটে অবমুক্ত করা হয়েছে।
×