ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএনডি’র জলাবদ্ধতা

নিরসনের দাবিতে নারায়ণগঞ্জ-ডেমরা সড়কে সিদ্ধিরগঞ্জবাসীর মানববন্ধন

প্রকাশিত: ০১:০৪, ২৮ জুলাই ২০১৭

নিরসনের দাবিতে নারায়ণগঞ্জ-ডেমরা সড়কে সিদ্ধিরগঞ্জবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ অভ্যন্তরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার বাসিন্দারা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শুক্রবার বেলা আড়াইটায় ‘ডেভেলপমেন্ট সোসাইটি ফর রুরাল পিপলস্’ নামের একটি সংগঠনের ব্যানারে এলাকাবাসী নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দ আমিনুল ইসলাম, মেহেদী হাসান, রফিকুল ইসলাম, ওলি উল্লাহ, জামিল হোসেন, মিজানুর রহমান, আক্তার হোসেন, শেখ জামাল ও মোজাম্মেল হক প্রমূখ। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, অব্যাহত বৃষ্টির পানিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের পাইনাদী পূর্বপাড়া, ধনুহাজী রোড, সিআইখোলা, মধ্যপাড়া, নতুন মহল্লা, মিজমিজি পূর্বপাড়া, মজিববাগ ও আল-আমিননগরসহ বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা ডুবে গেছে। ড্রেনের ময়লা-আর্জনার সঙ্গে বৃষ্টি পানি মিশে একাকার হয়ে গেছে। ফলে পঁচা ও ময়লাযুক্ত পানি দিয়ে এলাকাবাসীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। এদিকে পাইনাদী এলাকার কংশ নদী নামে নিষ্কাশন খালটি ক্ষমতাসীনরা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় পাইনাদী ও মিজমিজি পূর্বপাড়াসহ আশপাশের এলাকায় পানি প্রবাহ কার্যত বন্ধ হয়ে গেছে। তাই দ্রুত কংশ নদীটি দখলমুক্ত করে এটি খনন করার দাবি জানান। বক্তারা আরও বলেন, এসব এলাকায় প্রবল বর্ষণে পানি দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছে। কিছুতেই এসব এলাকা থেকে জলাবদ্ধতা কমছে না। ফলে এখানকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় জলাবদ্ধতার শিকার লোকজন চর্ম ও এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বক্তারা আরো বলেন, আমাদের মতো ডিএনডি’র লাখ লাখ মানুষ গত দুই মাস ধরে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। তারা অতিরিক্ত পাম্প বসিয়ে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে এসব এলাকা থেকে জলাবদ্ধতা দুর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
×