ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অলিম্পিক ডে পালিত

প্রকাশিত: ০১:০১, ২৮ জুলাই ২০১৭

দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অলিম্পিক ডে পালিত

নীলফামারী : স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ “মুভ, লার্ন এন্ড ডিসকোভার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারীতে অলিম্পিক ডে পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার উদ্দ্যোগে ও ডিসস্টিক স্পোর্টস এসোসিয়েশন,নীলফামারী আয়োজনে বড়মাঠ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্নরায় বড়মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুহাঃ বেলায়েত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন ,সাবেক ও বর্তমান খেলোয়ারবৃন্দ প্রমুখ। উল্লেখ যে, প্রতি বছর ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক ডে পালন করা হয়। কিন্তু পবিত্র রোজা ও ঈদুল ফিতর হওয়ায় তা পিছিয়ে আজ ২৮ জুলাই শুক্রবার বাংলাদেশে আন্তর্জাতিক অলিম্পিক ডে পালন করা হচ্ছে। ভোলা : নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ অলিম্পিক ডে উপলক্ষে সারা দেশের ন্যায় ভোলায় বর্নাঢ্য অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুভ্রতকুমার সিকদার,ভোলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,সহ সভাপতি আবুল কালাম,সহ সাধারন সম্পাদক রবিন চৌধুরী,যুগ্ন সম্পাদক রাজিব চৌধুরী, নির্বাহী সদস্য,সাইদ গোলদার,তরুন,সুমন খান,বাবু,আরিফ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,খেলোয়ারসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেয়। র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভোলা গজনবী ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এর আগে র‌্যালীতে অংশগ্রহনকারীদের মাঝে অলিম্পিক গেঞ্জি ও অংশ গ্রহনমূলক সনদ বিতরন করা হয়। খাগড়াছড়ি : পার্বত্যাঞ্চল প্রতিনিধি ,খাগড়াছড়ি ॥ অলিম্পিক ডে উপরক্ষে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে বর্নাঢ্য এক র‌্যালীর আয়োজন করা হয়েছে । শুক্রবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে র‌্যারিটি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালীটির উদ্ভোধন করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতা মোঃ শানে আলমও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বৈরী মিত্র চাকমা,এছাড়া বিভিন্ন সংস্থা ক্রীড়াবীদরা উপস্থিত ছিলেন। নওগাঁ : নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ “ শিখা ও আবিস্কারের জন্য এগিয়ে যাও“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় অলিম্পিক ডে রান উপলক্ষে ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ ষ্টেডিয়াম থেকে র‌্যালীটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী উদ্ধোধন করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি আবদুল্লাহ আল মামুন। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন এর আয়োজন করে। র‌্যালীতে অন্যান্যের মধ্যে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশগ্রহন করে। পরে ছাত্রদের ও ক্রীড়া সংগঠকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
×