ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ফেরীঘাটে ট্রাফিক চাঁদার জন্য আটকে রাখলো জেএমসি পিকআপ ভ্যান

প্রকাশিত: ০০:৫৬, ২৮ জুলাই ২০১৭

শিমুলিয়া ফেরীঘাটে ট্রাফিক চাঁদার জন্য আটকে রাখলো জেএমসি পিকআপ ভ্যান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেরার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটের শিমুলিয়া ফেরীঘাটে ট্রাফিক পুলিশ দুহাজার টাকার জন্য ঘাটেই আটকে রাখলেন জেএমসি পিকাব ভ্যান কোম্পানির একটি পিকাপ। শক্রবার সকালে চাঁদা দিতে অস্বীকার করায় পিকাপটি ফেরিতে উঠতে দেয়া হয়নি। জানাযায় গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে দেড় টনের ( ঢাকা মেট্রো-ন-১৩-৫৫৮৮) জেএমসি পিকাভ ভ্যানটি নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন মো:আজিজুল হাকিম (২৬) নামে কোম্পানির প্রতিনিধি। কিন্তু তার পিকাভ ভ্যানটি শিমুলিয়া ঘাটে ফেরী পারাপারের জন্য সিরিয়ালে দাড়ালে শিমুলিয়া ঘাটে দায়িত্বপালানরত ট্রাফিক পুলিশের কনেস্টবল মো: মাসুম দু হাজার টাকা চাঁদা দাবী করেন। পিকাভ ভ্যানটির মালিক পক্ষের প্রতিনিধি মো: আজিজুল হাকিম ও চালক নজরুল ইসলাম(৪৫) তাদের কাছে এত টাকা নাই বলে অনেক আনুনয় বিনয় করার করে। এ সময় ঘাটে ফেরী পাওয়ার পরেও চাঁদা দিতে না পারায় গাড়িটি ফেরীতে উঠতে পারলোনা বলে অভিযোগ করলেন গাড়িটির মালিক পক্ষের প্রতিনিধি মো:আজিজুল হাকিম। সে ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলার পালটিপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র। এ ব্যাপারে ট্রাফিক কনস্টবল মাসুমের সাখে কথা বলতে চাইলে সে কথা বলতে রাজি হয়নি । মাওয়া জোনের ট্রাফিক ইনেস্পেক্টর (টিআই) মো. সিদ্দুকুর রহমান জানান, চাদাদাবী করা হয়েছে বলে আমার জানা নেই। ততে কনষ্টবল মাসুদের বিরুদ্ধে পুলিশ সুপার মো. জায়েদুল আলমের নিকট অভিযোগ গেলে তাঁর নির্দেশে কনস্টবল মাসুদকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হয়েছে।
×