ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভৈরবে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোষ্ট করায় যুবদল নেতা গ্রেফতার

প্রকাশিত: ০০:৪৮, ২৮ জুলাই ২০১৭

ভৈরবে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোষ্ট করায় যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট করায় ভৈরব শহরের কমলপুর এলাকার লাল মিয়ার ছেলে আমির হামজা (৩৫)কে পুলিশ গ্রেফতার করেছে। ভৈরব শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ বাদী হয়ে মামলা করেন। মামলা নম্বর ৪১(৭)১৭ ,তারিখ ২৮/৭/১৭, ধারা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমির হামজা তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছবি বিকৃত করে পোষ্ট করে। বিষয়টি প্রশাসনের নজরে আনেন । পুলিশ বুধবার রাতেই তাকে আটক করে। শুক্রবার দুপুরে শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাদী হয়ে মামলা করেন। গ্রেফতারকৃত আমির হামজা যুবদল নেতা বলে সে জানিয়েছে।
×