ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউনূসের প্রতি আক্রোশ থেকেই আন্তর্জাতিক সম্মেলনে বাধা ॥ রিজভী

প্রকাশিত: ০০:২৪, ২৮ জুলাই ২০১৭

ইউনূসের প্রতি আক্রোশ থেকেই আন্তর্জাতিক সম্মেলনে বাধা ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের আক্রোশ থেকেই ইউনূস সেন্টারের আন্তর্জাতিক সম্মেলনে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ইউনূস সেন্টার আয়োজিত ‘সোশ্যাল বিজনেস ডে’র আন্তর্জাতিক সম্মেলনে দেয়া স্বৈরতন্ত্রেরই হিংস্র রুপ। এ সম্মেলনের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এর ফলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা গভীর হবে। আমি বিএনপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রিজভী বলেন, শুক্রবার সকালে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেল শুরু হওয়ার কথা ছিল। এতে মূল বক্তা হিসেবে তাতে উপস্থিত থাকার কথা ছিল জাতিসংঘের সহকারী মহাসচিব টমাস গাসের। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনুস সেন্টার সম্মেলন বাতিল করে। বিএনপির মুখপাত্র বলেন, বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা এমনিতেই আছে। আর আন্তর্জাতিক সম্মেলন বাতিলের ফলে তা আরও গভীর হবে বলে আমরা মনে করি। রিজভী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন একতরফা নির্বাচনের পর থেকে সরকারি দল ও তাদের মিত্ররা ছাড়া কাউকে প্রকাশ্যে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয় না। আইনশৃংখলা বাহিনী ঘরোয়া অনুষ্ঠানেও বাধা দেয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
×