ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আপনি প্রধানমন্ত্রী হলে ভারত বদলে যেত : পাকিন্তানের তরুণী

প্রকাশিত: ০০:১০, ২৮ জুলাই ২০১৭

আপনি প্রধানমন্ত্রী হলে ভারত বদলে যেত : পাকিন্তানের তরুণী

অনলাইন ডেস্ক ॥ বিদেশে কেউ সমস্যায় পড়লে তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সে যে কোনও দেশেরই নাগরিক হোন না কেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব সময়েই বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান বিদেশমন্ত্রী। ভারতে চিকিৎসা করাতে আসা পাক নাগরিকদের প্রতি তাঁর সহানুভূতি ইতিমধ্যেই নজর কেড়েছে। তাঁর এই ইতিবাচক সাড়ায় আপ্লুত সীমান্তপারের এক পাক তরুণীও। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে ওই তরুণী লিখেছেন, ‘‘সুষমা স্বরাজ যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তা হলে সে দেশের চেহারাই বদলে যেত।’’ সম্প্রতি চিকিৎসার জন্য এক পাক নাগরিককে ভারতে আসার মেডিক্যাল ভিসা দেওয়ার ক্ষেত্রে টুইটারে বিদেশমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন হিজাব আসিফ নামে এক পাক তরুণী। এই আবেদনে সাড়া দিয়ে খুব দ্রুত পদক্ষেপ করেন সুষমা। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলে পাকিস্তানের ওই বাসিন্দাকে যত তাড়াতাড়ি সম্ভব মেডিক্যাল ভিসা দেওয়ার নির্দেশ দেন তিনি। বিদেশমন্ত্রীর নির্দেশ পেয়ে ওই পাক নাগরিকের সঙ্গে যোগাযোগও করে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন। এত দ্রুত সাড়া পেয়ে অভিভূত ওই তরুণী অনেক ভালবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে টুইটারে লেখেন, ‘‘সুষমা স্বরাজ, আপনাকে আমি কী বলে ডাকব? সুপারওম্যান। ভগবান। আপনার সহৃদয়তাকে ব্যাখ্যা করার কোনও ভাষাই নেই। আপনাকে অনেক ভালোবাসা দিলাম।’’ সরকারি রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর ভারতের বিভিন্ন হাসপাতালে প্রায় ৫০০ জন পাক নাগরিকের চিকিৎসা হয়। কিন্তু, পাক সামরিক আদালতে ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা শোনানোর পর থেকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক অবনতি হয়েছে। পাক নাগরিকদের ভারতে আসার মেডিক্যাল ভিসা দেওয়ার ব্যাপারেও রাশ টেনেছে সে দেশের বিদেশমন্ত্রক। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশনীতি সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজের সুপারিশ ছাড়া সে দেশের কোনও নাগরিককেই ভিসা দেওয়া হয় না। যদিও ভিসা ইস্যুতে আজিজকে আরও সহানুভূতিশীল হতে পরামর্শ দিয়েছেন সুষমা। সূত্রা : আনন্দবাজার পত্রিকা
×