ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পেনে ট্রেন দুর্ঘটনা ॥ আহত ৪০

প্রকাশিত: ২৩:৪৩, ২৮ জুলাই ২০১৭

স্পেনে ট্রেন দুর্ঘটনা ॥ আহত ৪০

অনলাইন ডেস্ক ॥ স্পেনের বার্সেলোনা শহরে একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। খবর বিবিসির। বার্সেলোনা শহর থেকে ৬০ কিলোমিটার দূরের সেন্ট ভিসেন্স গ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি স্থানীয় সময় সকাল ৭ টা ১৫ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বহু মানুষ হতাহতের শিকার হয়েছে। অবশ্য পরে উদ্ধারকর্মীরা আহতদের ট্রেনের ভেতর থেকে সরিয়ে আনেন। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্টেশনে প্রবেশের পর ট্রেনের ব্রেক কাজ না করায় ওই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালকও আহত হয়েছেন। চেষ্টা করেও দুর্ঘটনা ঠেকাতে না পারায় চালক মানসিক কষ্টে ভুগছেন। স্পেনের গণপূর্তমন্ত্রী সেরনা দুর্ঘটনার পর বার্সেলোনা গেছেন। সেখানে পৌঁছে তিনি উদ্ধারের ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন।
×