ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটে গ্যাসলাইনে আগুন

প্রকাশিত: ২৩:৪০, ২৮ জুলাই ২০১৭

সিলেটে গ্যাসলাইনে আগুন

অনলাইন ডেস্ক ॥ সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জালালাবাদ গ্যাসলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে অন্তত ৬ জন আহত হয়েছেন ও তিনটি গাড়ি পুড়ে গেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে লাইন থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর গ্যাসের চাপ কমে বেলা সোয়া দুইটার দিকে আগুন নিভে যায়। নিরাপত্তার জন্য ঘটনাস্থলের আশপাশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ। ওই এলাকার লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পান তারা। এ সময় তারা গ্যাসের লাইন ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে দেখেন। আগুনে একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। এ সময় ঘটনাস্থলে থাকা অন্তত ছয় ব্যক্তি আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দক্ষিণ সুরমা থানার ওসি শাহ মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে যায়। তবে গ্যাসের চাপ কমে যাওয়ায় ওই সময়ই আগুন নিভে যায়।
×