ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীর রায়পুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ২৩:৩৯, ২৮ জুলাই ২০১৭

নরসিংদীর রায়পুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২৫

স্টাফরির্পোটার, নরসিংদী ॥ এলাকার আধিপত্য নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৬ জন টেটাবিদ্ধ সহ অন্ততঃ ২৫ জন আহত হয়েছে। রায়পুরা উপজেলার দুর্গমচর এলাকা মির্জারচর ইউনিয়নের মির্জারচর বাজারে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জানাগেছে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত মির্জারচর ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষ ফারুক মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। আহতদের কে নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে টেটাবিদ্ধ হান্নান (৩৫), জিয়াউর রহমান (৩৫) ও শাহ আলম (৩৫) গুরুতর আহত হয়। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। গত ইউপি নির্বাচনে ফারুক মিয়া ও মানিক মিয়া চেয়ারম্যান প্রার্থী হয়। চেয়ারম্যান পদে মানিক মিয়া নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার আধিপত্য নিয়ে মানিক চেয়ারম্যান ও ফারুক মিয়ার মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠে।
×