ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজানে হামলা

তদন্ত ও অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেওয়া হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২২:১৫, ২৮ জুলাই ২০১৭

তদন্ত ও অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেওয়া হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, তদন্ত ও অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেওয়া হচ্ছে। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ আসলাম হোসেন ওরফে রাশেদ গ্রেপ্তার হওয়ার বিষয়ে আজ শুক্রবার গুলিস্তানে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, নির্ভুল তদন্ত ও অভিযোগপত্র দিতে কাজ করছে পুলিশ। কোনো ধরনের ভুল যাতে না হয়, সে জন্য সময় নেওয়া হচ্ছে। তদন্ত শেষের দিকে রয়েছে। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাশেদকে আজ ভোরে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সিংড়া থেকে ঢাকায় আনা হচ্ছে।
×