ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশ বিরুধী ষড়যন্ত্রের খোঁজ খবর নেয়া হচ্ছে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ২১:৪৭, ২৮ জুলাই ২০১৭

দেশ বিরুধী ষড়যন্ত্রের খোঁজ খবর নেয়া হচ্ছে ॥ সেতুমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের খোঁজ খবর নেয়া হচ্ছে। খালেদা জিয়া লন্ডনে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, ‘সরকার বিরোধী মন্তব্য সয্য করলেও দেশ বিরোধী কর্মকান্ড সয্য করা হবে না। লন্ডনে দেশ বিরুধী সব ষড়যন্ত্রে খোঁজ খবর নিচ্ছে সরকার। বিএনপির আন্দোলন সংগ্রামের বিষয়ে মন্ত্রী বলেন, যারা আন্দোলনে বার্থ হয় তারা নির্বাচনের ব্যার্থ হবে।’ ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ করা সম্বভ। এটা পৃথিবির সব গনতান্ত্রিক দেশে স্বীকৃত বিষয়।’ এসময় তিনি বর্তমান নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন হিসেবে অবহিত করেন। আর এ কমিশনে বিএনপিরও প্রতিনিধি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার সকালে পটুয়াখালীর পায়রা নদীতে লেবুখালী সেতুর নির্মাণ কাজ পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-২ বাউফল আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আ.স.ম ফিরোজ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. মোঃ শাহজাহান মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, তথ্য গবেষণা সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব খান মোশারেফ হোসেনসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি পটুয়াখালী জেলা আওয়ামীলীগ আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচীতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন।
×