ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফলোঅন বাঁচাতে শ্রীলঙ্কার প্রয়োজন ১১১ রান

প্রকাশিত: ২০:০৫, ২৮ জুলাই ২০১৭

ফলোঅন বাঁচাতে শ্রীলঙ্কার প্রয়োজন ১১১ রান

অনলাইন ডেস্ক ॥ ভারতের ৬০০ রান তাড়া করতে গিয়ে তৃতীয় নিনের লাঞ্চ বিরতিতে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেট ২৮৯ রান। এখন অলোঅন বাঁচাতে শ্রীলঙ্কার প্রয়োজন ১১১ রান।গতকাল ৫ উইকেটে ১৫৪ রান করে দলটি। আজ তারা আরও তিন উকেট হারিয়ে করেছে ১৩৫ রান। এখন ব্যাটিং করছেন পেরেরা ৯০ ও কুমরার ২ রানে। অভিষেক ম্যাচে প্রথম উইকেট পেলেন হার্দিক পান্ডে ২৬ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফিরালেন প্রদীপকে। প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৮৩ এবং অধিনায়ক রঙ্গনা হেরাথ ৯ রান করে ফেরেন প্যাভিলিয়নে। এই মূহূর্তে শ্রীলঙ্কার সব আশা টিকে আছে ডিলরুয়ান পেরেরাকে ঘিরে ১২৬ বলে ৯০ রান করে ক্রিজে টিকে আছেন পেরেরা। ভারতের হয়ে দিনের শুরুতেই দু'টি উইকেট পান রবীন্দ্র জাডেজা। একটি শিকার হার্দিক পাণ্ড্যর। লাঞ্চ ব্রেকে শ্রীলঙ্কার রান ২৮৯/৮(৭৭ ওভার)। সূত্রা : আনন্দবাজার পত্রিকা
×