ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারণ

প্রকাশিত: ১৯:০৫, ২৮ জুলাই ২০১৭

আজ নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারণ

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারণ আজ। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টে পানামা পেপার্স কেলেঙ্কারি মামলার রায়ে জানা যাবে নওয়াজ প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা। শুধু তা্ই নয়, এই রায়ে দেশটির রাজনৈতিক ভবিষ্যতও নির্ধারণ হবে আদালতের এই রায়ে। গত এপ্রিলে পানামা পেপার্স কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করার মত পর্যাপ্ত প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে একটি যৌথ কমিশন গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। গত বছর পানামা পেপার্সে প্রকাশিত লাখ লাখ গোপন নথিতে বিশ্বব্যাপী রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের গোপন সম্পদের তথ্য ফাঁস হয়। ওই সব নথিতে নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম এবং ছেলে হাসান ও হুসেইন নওয়াজের নামে অন্তত আটটি অফশোর কোম্পানি থাকার তথ্য চলে আসে। এসময় অভিযোগ ওঠে নওয়াজের পরিবার দেশ থেকে টাকা পাচার করে যুক্তরাজ্যে সম্পদ গড়েছে । বিরোধী দলগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের শেষ দিকে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বহুল প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। মামলাটি খারিজ করে দেওয়া হবে নাকি নওয়াজ শরিফকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে নাকি তাকে স্রেফ পদত্যাগের নির্দেশ দেওয়া হবে তাই নির্ধারণ করবেন বিচারকদের এই বেঞ্চ। বিশ্লেষকরা জানিয়েছেন, আদালত নওয়াজকে দোষী সাব্যস্ত করলে তিনি পদত্যাগ করবেন এবং সম্ভবত তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজকে দল ও সরকার প্রধান হিসেবে মনোনয়ন দিবেন। আর যদি আদালত নওয়াজ নির্দোষ বলে রায় দেয়, তাহলেও তিনি স্বস্তি পাচ্ছেন না। কারণ বিরোধী দলগুলো তখন তার পদত্যাগ দাবিতে ব্যাপক আন্দোলনে নামবে। ইতিমধ্যে বিরোধী দলগুলো এ ধরণের ইঙ্গিতও দিয়েছে।
×