ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড. ইউনূসের ব্যবসা সম্মেলন অনুমতি পায়নি’ ॥ আইজিপি

প্রকাশিত: ০৪:০৬, ২৭ জুলাই ২০১৭

ড. ইউনূসের ব্যবসা সম্মেলন অনুমতি পায়নি’ ॥  আইজিপি

অনলাইন রিপোর্টার ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সঠিক সময়ে আবেদন না করায় ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন অনুমতি পায়নি। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, সঠিক সময়ে আবেদন না করায় ড. মুহাম্মদ ইউনূসের ৭ম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন, আগামী ২৮-২৯ জুলাই আশুলিয়ার জিরাবোতে আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন করার উদ্যোগ নেন ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলনে ৩৪টি দেশের প্রতিনিধি ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা। কিন্তু গত ২৩ জুলাই ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে ওই সম্মেলনের একটি দাওয়াত কার্ড নিয়ে জানানো হয় এ সম্মেলনের কথা। নিরাপত্তা ব্যবস্থার কথা চিন্তা করে এত অল্প সময়ে সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। আইজিপি বলেন, ‘এর আগেও আমরা আইপিও সম্মেলনসহ অনেক আন্তর্জাতিক সম্মেলন করেছি। এসব সম্মেলনের নিরাপত্তা দিতে গেলে পুলিশসহ সরকারের সবগুলো সংস্থার মধ্যে সমন্বয় করতে হয়। কিন্তু ড. ইউনূস সাহেব যে সময়ের মধ্যে আমাদের জানিয়েছে তাতে এগুলো করা সম্ভব নয়। তারপরও তিনি নিয়ম মেনে আবেদন করলে পুলিশ অবশ্যই নিরাপত্তার ব্যবস্থা করবে।’ উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করে আসছেন, সরকার সম্মেলন করতে দিচ্ছে না।
×