ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

প্রকাশিত: ০৩:৫৪, ২৭ জুলাই ২০১৭

বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হামলা হয়েছে। এ ঘটনায় দলীয় কার্যালয়সহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আল আমীন নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায়এ ঘটনা ঘটে। জানা গেছে, নওমালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামাল হোসেন বিশ্বাসের সঙ্গে বর্তমান চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে শাহজাদা হাওলাদার গ্রুপের আল আমীন নামের এক যুবক নগরের হাট গ্রামীন ব্যাংকের সামনে জামালের চায়ের দোকানে প্রবেশের সময় ৭/৮ জন সন্ত্রাসী তার উপর হামলা করে এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এরপর তারা জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যাক্তির খাবার হোটেল ভাংচুর করে। হামলাকারীরা সবাই কামাল হোসেন বিশ্বাসের লোক বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর শাহজাদা হাওলাদার গ্রুপের ১৫/২০ জন সন্ত্রাসীরা নগরের হাট মুক্তিযোদ্ধা ভবনের মধ্যে ডুকে শামীমের একটি কম্পিউটর ও মোবাইলের দোকান, হালাদার ও মৃধা নামের দুইটি কসমেটিক্স এবং একটি চায়ের দোকানসহ ইউনিয়ন যুব লীগের একটি কার্যালয় হামলা, ভাংচুর ও লুটপাট করে । এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
×