ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটিশ কাউন্সিলে শহীদদের সম্মাননায় স্মৃতিস্তম্ভের উদ্বোধন

প্রকাশিত: ০৩:৩১, ২৭ জুলাই ২০১৭

ব্রিটিশ কাউন্সিলে শহীদদের সম্মাননায় স্মৃতিস্তম্ভের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী ঢাকা শহরে নিরপরাধ মানুষের উপর নারকীয় হত্যাকান্ড চালায়। তখন ব্রিটিশ কাউন্সিলের নিরাপত্তার দায়িত্বে থাকা আটজন পুলিশ সদস্যকেও পাক বাহিনী হত্যা করে। দীর্ঘ ৪৬ বছর পর ব্রিটিশ কাউন্সিলের থাকা সেই বীর শহীদদের সম্মান প্রদান কার হয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গনে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে শহীদদের সম্মাননা প্রদান করা হয়। স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিলের নির্বাহী পরিচালক স্যার কিরন ডেভেইন, দক্ষিণ এশিয়ার পরিচালক মার্ক স্টিফেনস, বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম। এর আগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এই তিন পরিচালক। এ সময় তারা ব্রিটিশ কাউন্সিলের নানান কার্যক্রম তুলে ধরেন। সংবাদ সম্মেলনে স্যার কিরন ডেভেইন ব্রিটিশ কাউন্সিলের বৈশ্বিক সাংস্কৃতিক কর্মকান্ড এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের ইতিবাচক সম্পর্কের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, তরুণদের শক্তিশালী সমাজ গঠনের সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নেতৃত্বদানের ক্ষমতা ও একবিংশ শতাব্দীর দক্ষতাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে দেশজুড়ে তরুণদের সঙ্গে সম্পৃক্ততাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। এছাড়াও, প্রতিষ্ঠানটি ইংরেজি ভাষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাসী করে তুলতে এবং তাদের ভবিষ্যতের ভিত্তি নির্মাণে বিশেষভাবে জোর দিয়ে কাজ করে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ধারণা ও জ্ঞানের বিনিময়ের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ৭০ বছর ধরে দুই দেশের সর্বোচ্চমানের শিক্ষা, সমাজ ও শিল্পের বিস্তৃতি নিয়ে কাজ করে চলেছি, যা এ দেশের প্রবৃদ্ধিতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। সংবাদ সম্মেলনে বারবারা উইকহ্যাম বলেন, এ স্মৃতিস্তম্ভ উন্মোচনের মধ্য দিয়ে ব্রিটিশ কাউন্সিল ১৯৭১ সালের মার্চ মাসে কর্তব্যরত অবস্থায় প্রতিষ্ঠানটি রক্ষায় জীবনদান করা অসম সাহসী শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করেছে। অনুষ্ঠান চলাকালীন প্যানেল আলোচকরা উপস্থিত গণমাধ্যমকর্মীদের ব্রিটিশ কাউন্সিল কার্যক্রম নিয়ে নানা প্রশ্নের জবাব দেন।
×