ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মকবুল হোসেন মন্ডল

প্রয়োজন সামাজিক সচেতনতা

প্রকাশিত: ০৩:৪২, ২৭ জুলাই ২০১৭

প্রয়োজন সামাজিক সচেতনতা

আমাদের অধিকাংশ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবার এখনও গৃহকর্মী ছাড়া অচল। সহায় সম্বলহীন অসহায় মহিলারা নিজেদের বেঁচে থাকার সংগ্রামে নয়তো সন্তানদের লালন পালনের জন্য গৃহকর্মীর কাজ নিতে বাধ্য হয়। অনেক হতদরিদ্র বাবা মা নিরুপায় হয়ে সন্তানদের গৃহকর্মীর কাজে পাঠায়। এবং এটা কম বেশি সকলের জানা যে একজন গৃহকর্মীকে নির্ধারিত কাজ ছাড়াও পরিবারের সকল সদস্যের ফাই ফরমাস খাটতে হয়। তার নিজের ইচ্ছা, অনিচ্ছা ত্যাগ করে সকলের মন যুগিয়ে চলতে হয়। বিনিময়ে সে ভালো ব্যবহার কমই পেয়ে থাকে। আবার কারো কারো ভাগ্যে চুন থেকে পান খসলেই নেমে আসে নানারকম নিপীড়ন এবং নির্যাতন। অনেকেই আবার যৌন নির্যাতনের শিকার হয়ে নানাভাবে নিগৃহীত হয়। গৃহকর্মী নির্যাতন এক রুগ্ন মানসিকতার পরিচয়। মানবিক এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে আমাদের সমাজে অনেক ব্যাধির প্রকোপ এখনও প্রকটভাবে দৃশ্যমান। গৃহকর্মী নির্যাতন একটি সামাজিক ব্যাধি। শুধুমাত্র আইনি প্রক্রিয়ায় এ ব্যাধি নির্মূল সহজ নয়। আমাদের মাইন্ড সেটের পরিবর্তন আবশ্যক। গৃহকর্মীদের আমাদের পরিবারের সদস্যদের মত আপন ভাবতে শিখার মানসিকতা গড়ে তুলতে হবে। তাদের প্রতি আমাদের মানবিক হতে হবে। কথায় বলে চ্যারিটি বিগিনস এ্যাট হোম। কাজেই এই মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে গৃহকর্তা এবং গৃহকর্ত্রীকে। মূলত তাদের মানবিক আচরণ একটি পরিবারে মার্জিত সাংস্কৃতিক আবহ সূচনায় বড় ভূমিকা রাখতে পারে। নির্যাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে সকল মহলকেই সোচ্চার হতে হবে। আমরা একে অপরের শ্রমের উপর নির্ভরশীল। আমাদের শ্রমের প্রতি মর্যাদাশীল হতে হবে। প্রতিটি মানুষের অধিকার রয়েছে মর্যাদার সঙ্গে জীবিকা নির্বাহের। আমাদের ভুলে যাওয়া উচিত না যে মানুষ মানুষেরই জন্য। কাদিরগঞ্জ, রাজশাহী থেকে
×