ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাসায়নিক দ্রব্য ব্যবহারে হয়রানি পরিহারের আহ্বান

প্রকাশিত: ০০:২৫, ২৬ জুলাই ২০১৭

রাসায়নিক দ্রব্য ব্যবহারে হয়রানি পরিহারের আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বিভিন্ন ধরনের কলকারখানায় ব্যবহৃত রাসায়নিক দ্রব্য আমদানি এবং ব্যবহারের ক্ষেত্রে শিল্প কলকারখানার মালিকগন যেন হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) আয়োজনে ‘শিল্প কারখানায় বিপদজনক রাসায়নিকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির’ ওপর এক আলোচনা সভায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুতকরণ, বিক্রি ও তার ব্যবহার নিষিদ্ধকরণ এবং সেসব ধ্বংসকরণ সংক্রান্ত কনভেনশনের বিধানাবলী কার্যকর করার লক্ষ্যে ২০০৬ সালে বাংলাদেশ জাতীয় সংসদে যে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইন পাশ হয় তা প্রণয়নের শুরু থেকেই এফবিসিসিআই বিএনএসিডব্লিউসি এর সাথে কাজ করে আসছে। তিনি রাসায়নিক অস্ত্র আইন-২০০৬ এবং বিধিমালা-২০১০ বাস্তবায়নে সচেতনতামূলক আলোচনা সভার উদ্যোগ নেয়ায় বিএনএসিডব্লিউসি-কে আন্তরিক ধন্যবাদ জানান এবং কর্তৃপক্ষের সাথে আরও নিবিড়ভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বুধবার এফবিসিসিআই সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিভিন্ন শিল্প কারখানার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ল্যাবরেটরিতেও রাসায়নিকের নিরাপদ ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ ও এফবিসিসিআই পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের রাসায়নিক, বস্ত্র, ঔষধ, চামড়া, ডায়িং এবং প্লাস্টিক খাত সহ সংশ্লিষ্ট শিল্পখাতগুলোর প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন আমর্ড ফোর্সেস ডিভিশনের সিভিল এবং মিলিটারি রিলেশনস ডাইরেক্টরেট-এর মহা-পরিচালক ও বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিকেল উইপনস কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর সদস্য সচিব কমোডর এস এম আবুল কালাম আজাদ এবং বিএনএসিডব্লিউসি এর জেনারেল স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাকারিয়া হোসেন। বিএনএসিডব্লিউসি-এর সদস্য সচিব কমোডর এস এম আবুল কালাম আজাদ দেশের শিল্প কারখানায় রাসায়নিকের নিরাপদ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি রাসায়নিক আমদানির ক্ষেত্রে যথাযথভাবে লাইসেন্স গ্রহণেরও আহবান জানান। অনুষ্ঠানে বিএনএসিডব্লিউসি এর জেনারেল স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার লুৎফুন নাহার রাসায়নিক অস্ত্র চুক্তি পর্যালোচনা, বিএনএসিডব্লিউসি-এর কার্যক্রম, বিধিমালা ও লাইসেন্স প্রদান পদ্ধতি ইত্যাদির ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন রাসায়নিক আমদানি ও সেসবের ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।
×