ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদেশে বিনিয়োগে নীতিমালা শীঘ্রই ॥ বিডা

প্রকাশিত: ০৭:১৩, ২৬ জুলাই ২০১৭

বিদেশে বিনিয়োগে নীতিমালা শীঘ্রই ॥ বিডা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশে বিনিয়োগ বাড়াতে দেশী বিনিয়োগকারীদের বিভিন্নভাবে সহায়তা করছে সরকার। দেশের বাইরে টেকসই বিনিয়োগের জন্য বিনিয়োগ সহায়ক একটি ‘বিদেশী বিনিয়োগ নীতিমালা’ তৈরি করা হচ্ছে। শীঘ্রই তার খসড়া প্রদান করা হবে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ‘বাংলাদেশী উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগ’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অজিত কুমার পাল। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এ সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির পরিচালক এমএস সিদ্দিক। অজিত কুমার পাল বলেন, বাংলাদেশী কোম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এজন্য বিদেশে বাংলাদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগসংক্রান্ত নীতিমালা প্রণয়নে কাজ চলছে, যা শীঘ্রই প্রণয়ন করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষে সমন্বয়কের দায়িত্ব পালন করছে বিডা। বিদেশী বিনিয়োগসংক্রান্ত নীতিমালার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হিসেবে কাজ করছেন অজিত কুমার পাল। তিনি বলেন, এ নীতিমালা প্রণয়নের জন্য আমরা কাজ করছি। সেজন্য প্রয়োজনীয় তথ্যউপাত্ত ও ডাটা সংগ্রহের কাজ চলছে। সবদিক বিবেচনা করে একটি সার্বজনীন নীতিমালা প্রনয়ণ করা হবে। এছাড়া বৈদেশিক মুদ্রার মজুদ, আয়ের টাকা ফেরত আনা, কোন্ কোন্ খাতে বিদেশে বিনিয়োগের সুযোগ প্রদান করা হবে তা নির্ধারণ এবং দেশে কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এক্ষেত্রে ভারতসহ অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। এছাড়া স্টেকহোল্ডার ও বিশেষজ্ঞদের মতামতও নেয়া হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, নতুন উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্যক্রম হাতে নিতে হবে। এর মাধ্যমে তারা দেশে এবং দেশের বাইরে বিনিয়োগ করতে পারবে। তিনি বলেন, শুধু রফতানিকারকদের নয়, বিনিয়োগকারী প্রতিষ্ঠানসহ সব সাইটকেই এগিয়ে নিতে হবে। এজন্য সরকারী পর্যায় থেকে দেশে এবং বিদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করতে হবে।
×