ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিআইপিবির দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৭:০৫, ২৬ জুলাই ২০১৭

ভিআইপিবির দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভিআইপিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০১৬-১৭ অর্থবছরে যথাক্রমে ১৩.৫% এবং ১৫.০% লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ফান্ড দুটির ট্রাস্টি কমিটির বৈঠকে ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচ্য বছরে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিট মুনাফা হয়েছে ১৫.৪১ কোটি টাকা। আর ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। অন্যদিকে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিট মুনাফা হয়েছে ৯.১ কোটি টাকা। আর ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৮১ পয়সা। ফান্ড দুটির রেকর্ড ডেট আগামী ২২ আগস্ট। লভ্যংশের টাকা প্রথমে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠানো হবে। যারা বিইএফটিএনের মাধ্যমে টাকা পাবেন না, তাদের জন্য চেক ইস্যু করা হবে। এ চেক ভিআইপিবি এ্যাসেট ম্যানেজমেন্টের অফিস থেকে সংগ্রহ করা যাবে।
×