ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ জুলাই ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ ট্রাকচাপায় তানোরে সাইকেল আরোহী, বাস খাদে পড়ে শ্রীনগরে যাত্রী, বাগেরহাটে চালক, ভালুকায় বাসচাপায় নারী, গাজীপুরে পাগলী ও বদরগঞ্জে সাংবাদিক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। রাজশাহী ॥ তানোরে ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তানোর পৌরসভার চাপড়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহতের নাম সাধন কুমার (৩৮)। তিনি উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো গ্রামের শংকর কুমারের ছেলে। মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস দুর্ঘটনায় জুয়েল সিকদার (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের কামারখাড়া এলাকায় ডিএম পরিবহনের মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে। বাগেরহাট ॥ মোল্লাহাটে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে এক চালক নিহত হয়েছে। বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট আবুল খায়ের সেতুর কাছে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম হাসিবুর মোল্লা (২২)। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার যুগ্নিপাশা গ্রামে। নিহত হাসিবুরের ভাই মাসুম মোল্লা ও ভগ্নিপতি আজহারুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, পিকআপটি মাদারীপুর থেকে খুলনার দিকে ফিরে আসছিল। চালকের ঘুম আসার কারণে সঙ্গে থাকা তার আপন ভগ্নিপতি বার বার গাড়ি চালাতে নিষেধ করেন। নিষেধ উপেক্ষা করে গাড়ি চালানোর সময় ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপের সামনে দুমড়েমুচড়ে গিয়ে সিটে বসা অবস্থায় চালকের মৃত্যু হয়। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মল্লিকবাড়ি মোড় নামকস্থানে মঙ্গলবার সকালে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় নাসিমা (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। জানা যায়, মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় নাসিমাকে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান। গাজীপুর ॥ কালিয়াকৈরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত মানসিক প্রতিবন্ধী এক নারীর (পাগলী) লাশ মঙ্গলবার মহাসড়কের পাশ থেকে পুলিশ উদ্ধার করেছে। আনুমানিক ৫০ বছর বয়সের নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা স্পিনিং মিলের আশপাশের এলাকায় কয়েকদিন ধরে ওই নারী ঘোরাফেরা করছিল। মঙ্গলবার ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। বদরগঞ্জ, রংপুর ॥ সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান তালুকদার রবি (৪২) নামে স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে রংপুর-পার্বতীপুর সড়কের বদরগঞ্জ উপজেলার খোলাহাটি চুতরিরমোড় এলাকায়। অপর আরোহী আনোয়ার আহত হন। রবি স্থানীয় দৈনিক অর্জন পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। সে রংপুর মহানগরের পূর্ব শালবন এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল মতিনের ছেলে।
×