ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌতুক লোভী এসআই শাহিন বরখাস্ত ॥ জামিন মেলেনি

প্রকাশিত: ০৬:৩৮, ২৬ জুলাই ২০১৭

যৌতুক লোভী এসআই  শাহিন বরখাস্ত ॥ জামিন মেলেনি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ জুলাই ॥ শেরপুরে মেধাবী কলেজছাত্রী ও তরুণী গৃহবধূ আশরাফুন্নাহার লোপাকে নির্যাতনের চাঞ্চল্যকর মামলায় এবার দায়রা জজ আদালতেও জামিন হয়নি যৌতুক লোভী পাষ- স্বামী ডিএমপি পুলিশের এসআই শাহিনুল ইসলাম শাহিনের। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমিনাল মিছ কেইসমূলে এসআই শাহিনের জামিন শুনানিকালে প্রকাশ পায় ওই মামলায় ইতোমধ্যেই অভিযোগপত্র দাখিল হয়েছে। পরে বিচারক কিরণ শংকর হালদারের নির্দেশে আসামিপক্ষের আইনজীবী মোঃ আল আমিন তার আবেদন প্রত্যাহার করে নেন। এসআই শাহিন ১৩ জুলাই নি¤œ আদালতে হাজির হয়ে হাজতে যাওয়ায় ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে তার পক্ষে ওই ক্রিমিনাল মিছ কেইসটি করা হয়েছিল। এদিকে একইদিন নি¤œ আদালতে মূল নথি না থাকায় মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২ আগস্ট। আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২ আগস্টের আগে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি হওয়ার সুযোগ নেই এবং বদলি হওয়া ছাড়া এসআই শাহিনের পক্ষে ট্রাইব্যুনালে গিয়ে জামিন চাওয়াও সম্ভব নয়। অন্যদিকে মামলার বিষয়টি অবহিত হওয়ার পরই এসআই শাহিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল একশন গ্রুপের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ। মঙ্গলবার বিকেলে তিনি ওই তথ্য নিশ্চিত করে বলেন, এরপরও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। উল্লেখ্য, শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলামের একমাত্র কন্যা ও সরকারী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী লোপাকে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাড়িতে গত ২২ মে রাতে ২০ লাখ টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে অমানুষিক নির্যাতন চালায় স্বামী এসআই শাহিন ও তার পরিবারের লোকজন।
×