ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ২৩ সড়ক ও বাঁধে ধস

প্রকাশিত: ০৬:৩৫, ২৬ জুলাই ২০১৭

বাগেরহাটে ২৩ সড়ক ও বাঁধে ধস

স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, টানা প্রবল বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে বাগেরহাটে জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। মঙ্গলবারও জেলার ৬ স্থানে সড়ক ও বাঁধ ধসে পড়েছে। মোরেলগঞ্জ পৌরসভার ফেরিঘাট এলাকায় জাইকা নির্মিত একটি পিচ ঢালাই সড়কসহ ৩ ইউনিয়নের কয়েকটি কাঁচাপাকা সড়কের অংশবিশেষ নদীতে চলে গছে। এনিয়ে যাত্রাপুর, ঘষিযাখালী, ডুমুরিয়া, কালশিরা, উজলকুড়, রামপাল, মোল্লাহাট, মোংলা, কচুয়া, চিতলমারী, ডেমা, গোপালকাঠি, কাড়াপাড়া, বেমরতা, গোটাপাড়াসহ জেলার কমপক্ষে ২৩ স্থানে সড়ক ও বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। জেলার সকল নদী ও খালে স্বাভাবিকের চেয়ে ৫-৭ ফুট পানি বেড়েছে। তিন শতাধিক গ্রাম জলমগ্ন হয়ে আছে। হাজার হাজার পরিবার পানিবন্দী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তিন হাজারেরর বেশি মৎস্য ঘের ভেসে কমপক্ষে ৭শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার জানিয়েছেন। ৯শ’ হেক্টর আমন বীজতলা তলিয়ে গেছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান বলেন, সদর উপজেলা কমপক্ষে ৮টি স্থানে বাঁধ ও সড়ক ভেঙ্গে তীব্র স্রোতে পানি ঢুকছে। পানিবন্দী হাজার হাজার মানুষ রান্নাবান্না করতে পারছে না। মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রায় একই কথা জানান, চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মুজিবর রহমান শামিম, সাহিনুল আলম সানা, শেখ শরিফুল কামাল কারিম।
×