ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিইউপির প্রতিষ্ঠা দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৬:৩২, ২৬ জুলাই ২০১৭

বিইউপির প্রতিষ্ঠা দিবস উদ্যাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বিশ্ববিদ্যালয় আট বছর পার করে নবম বর্ষে পদার্পণ করল। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিইউপি কনকোর্সে মূল অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। বিইউপির উপাচার্য সকল শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীদের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিইউপির উপাচার্য উপস্থিত সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান। শোভাযাত্রাটি বিইউপির ক্যাম্পাস থেকে শুরু হয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও এমআইএসটির ওসমানী হল প্রদক্ষিণ করে বিইউপিতে এসে শেষ হয়। বিইউপির নিজস্ব সঙ্গীতশিল্পী ও দেশের খ্যাতনামা ব্যান্ড দলের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘটে। -বিজ্ঞপ্তি।
×