ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তরঙ্গ বরাদ্দ ও সিটিসেলকে সংযোগ দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:৪২, ২৬ জুলাই ২০১৭

তরঙ্গ বরাদ্দ ও সিটিসেলকে সংযোগ দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সিটিসেলের বন্ধ হওয়া তরঙ্গ ২৪ ঘণ্টার মধ্যে চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একই সঙ্গে সিটিসেলের লাইসেন্স পুনর্বহালের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে বিজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। আদালতের আদেশ অমান্যের অভিযোগে নরসিংদী পৌর মেয়র মোঃ কামরুজ্জামানের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এদিকে বিএনপি নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার বিচারে আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ থাকা বেসরকারী মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ করে সংযোগ দিতে নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বিটিআরসির বিরুদ্ধে সিটিসেলের করা আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপীল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও এ্যাডভোকেট আহসানুল করীম। বিটিআরসির পক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কামরুল হক সিদ্দিকী ও খন্দকার রেজা-ই রাকিব। শুনানি শেষে আহসানুল করীম জানান, আপীল বিভাগ দুটি শর্তে সিটিসেলকে তরঙ্গ বরাদ্দ ও সংযোগ দেয়ার নির্দেশ দেয়। আসন্ন বিরোধ নিষ্পত্তি করার জন্য একটি কমিটি গঠন করে দেয়া এবং ১০০ কোটি টাকা ১৯ নবেম্বরের মধ্যে বিটিআরসিকে পরিশোধ করা। অথচ চলতি বছরের ১১ জুন সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি। এ অবস্থায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের পর মঙ্গলবার আপীল বিভাগ এ আদেশ দেয়। আদালত অবমাননার বিষয়ে আদেশের জন্য ৬ আগস্ট দিন রেখেছে আদালত। এদিকে, আদালত সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয়। কমিটিতে বিটিআরসির তরঙ্গ বরাদ্দবিষয়ক পরিচালক ও যুগ্ম-সচিব পর্যায়ের এক কর্মকর্তাকে সদস্য রাখতে বলা হয়েছে এবং এক মাসের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর আগে ২৪ জুলাই বন্ধ থাকা সিটিসেলের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার। বিটিআরসির কাছে পৌনে ৫০০ কোটি টাকা বকেয়া থাকায় গত বছরের ২১ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয় সরকার। এরপর ৩ নবেম্বর ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেয়ার নির্দেশ দেয় আপীল বিভাগ। তবে ১৯ নবেম্বরের মধ্যে এ ১০০ কোটি টাকা পরিশোধ করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করে সিটিসেল। দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর কোম্পানি সিটিসেলের ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা এম মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড। এছাড়া ফারইস্ট টেলিকম লিমিটেডের ১৭ দশমিক ৫১ শতাংশ ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠান সিংটেলের ৪৫ শতাংশ শেয়ার রয়েছে। খন্দকার তোফায়েলের নিয়োগ অবৈধ বিজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার গোলাম সারোয়ার পায়েল। এ সংক্রান্ত জারি করা এক রুলের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট সগীর আনোয়ার ও সঙ্গে ছিলেন ব্যারিস্টার গোলাম সারোয়ার পায়েল। পৌর মেয়রের বিরুদ্ধে হাইকোর্টের রুল আদালতের আদেশ অমান্যের অভিযোগে নরসিংদী পৌরসভার মেয়র মোঃ কামরুজ্জামানের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে পৌর মেয়র কামরুজ্জামান, নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নরসিংদীর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও পৌরসভার প্রকৗশলীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত পৃথক দুটি আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমিনুদ্দীন, সঙ্গে ছিলেন এ্যাডভোকেট মোঃ আদনান সরকার। দুর্নীতি মামলায় আদালত পরিবর্তনের নির্দেশ বিএনপি নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার বিচারে আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে নতুন আদালতে এ মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই তার পক্ষে শুনানি করেন। দুদুকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
×