ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশীদের জন্য আরও সহজ হলো ভারতে প্রবেশ ও প্রস্থান

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ জুলাই ২০১৭

বাংলাদেশীদের জন্য আরও সহজ হলো ভারতে প্রবেশ ও প্রস্থান

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশী পর্যটকদের জন্য ভারতে প্রবেশ ও প্রস্থান আরও সহজ করা হয়েছে। এখন ভারতের যে কোন স্থলবন্দর সীমান্ত দিয়ে প্রবেশের অনুমতি থাকলে বাংলাদেশীরা দেশটির যে কোন আন্তর্জাতিক বিমানবন্দর, হরিদাসপুর (বেনাপোল) অথবা গেদে (দর্শনা) স্থলবন্দর দিয়ে আসা-যাওয়া করতে পারবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশী নাগরিকদের ভিসায় প্রবেশ/ প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে আহমেদাবাদ, আমৌসি (লক্ষ্মৌ), বারানসী, ব্যাঙ্গালোর, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম ( গোয়া), দিল্লী, গয়া, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা এবং চ-ীগড়। এই নির্দেশনার ফলে বাংলাদেশীরা বুড়িমারী (চেংড়াবান্ধা), আখাউড়া (আগরতলা), তামাবিল (ডাউকি) বা অনান্য স্থলবন্দরের ভিসা থাকলে যে কোন বিমানবন্দর এবং বেনাপোল (হরিদাসপুর) ও মৈত্রী রেলে করে দর্শনা (গেদে) স্থলবন্দর দিয়ে ভারতে আসা-যাওয়া করতে পারবেন।
×