ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাউদিয়ার ৩১৬ হজযাত্রীর অল্পের জন্য প্রাণরক্ষা

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ জুলাই ২০১৭

সাউদিয়ার ৩১৬  হজযাত্রীর অল্পের জন্য  প্রাণরক্ষা

স্টাফ রিপোর্টার ॥ অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট। যান্ত্রিক ত্রুটির কারণে সাউদিয়া এয়ারলাইন্সের ওই হজ ফ্লাইট (এসভি ৮১১) ৪০ মিনিট বিলম্বে যাত্রা করে। তবে এ ঘটনায় ফ্লাইটে থাকা ৩১৬ জন যাত্রী এবং উড়োজাহাজের পাইলট ও কর্মীদের কোন ক্ষতি হয়নি। সিডিউল অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও ফ্লাইটি ছেড়ে যায় দুপুর ১২টা ১০ মিনিটে। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইকবাল করিম জনকণ্ঠকে বলেন, এটা ঠিক আগুন বলা যাবে না। সামান্য ধোঁয়ার মতো দেখা গেলেও আসলে তা নয়। বলতে পারেন এটা ফলস ইন্ডিকেশন। জানা যায়, ৩১৬ জন হজযাত্রী নিয়ে সাউদিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজিটি বোডিং ব্রিজ থেকে বেলা ১১টা ১৩ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি কিছুদূর যাওয়ার পর পেছন দিকে ধোঁয়া দেখতে পান রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মী। তিনি কন্ট্রোল টাওয়ারে বিষয়টি জানান। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে সাউদিয়া এয়ারলাইন্সের পাইলটকে জানানো হলে তিনি সেখানেই উড়োজাহাজের ইঞ্জিন বন্ধ করে দেন। পরে বিমানবন্দরে জরুরী অবস্থা ঘোষণা করা হয় এবং বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হন। পরে উড়োজাহাজটি পুশ কার্ট দিয়ে টেনে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়।
×