ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যাকিংমুক্ত নেটওয়ার্ক

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ জুলাই ২০১৭

হ্যাকিংমুক্ত নেটওয়ার্ক

চীন শীঘ্রই জিয়ানান শহরে হ্যাকযোগ্য নয় এ রকম একটি যোগাযোগ নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে। মোট কথা, এটার ওপর কোন আক্রমণ খুব তাড়াতাড়ি শনাক্ত করা যাবে। নতুন এ প্রযুক্তির নাম কোয়ান্টাম ক্রিপটোগ্রাফি। গতানুগতিক এনক্রিপশন মেথড থেকে বেরিয়ে আসতে তারা এ পদ্ধতি গ্রহণ করছে। এখানে সামরিক, সরকারী, অর্থ ও বিদ্যুত বিভাগের ২০০ ব্যবহারকারী নিরাপদে মেসেজ পাঠাতে পারবেন এবং শুধু তারাই একে অপরের মেসেজ পড়তে পারবেন। -সিনহুয়া
×