ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়ালে যোগ দিলে নেইমারকে স্বাগত জানাব ॥ ক্যাসেমিরো

প্রকাশিত: ১৭:৫৯, ২৫ জুলাই ২০১৭

রিয়ালে যোগ দিলে নেইমারকে স্বাগত জানাব ॥ ক্যাসেমিরো

অনলাইন ডেস্ক ॥ নেইমারকে পেতে মুখিয়ে আছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সব বাধা উপেক্ষা করে নেইমারকে তাদের চাই-ই-চাই। রিলিজ ক্লোজ হিসেবে ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত ফরাসি জায়ান্টরা। নেইমার এখন খেলেন বার্সেলোনার হয়ে। কাতালান ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও তাহলে ওত পেতে আছে? বলার অপেক্ষা রাখে না যে, সুযোগ পেলে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে টানতে চাইবে জিনেদিন জিদানের দল। নেইমারের স্বদেশী ক্যাসেমিরো জানালেন, নেইমারের রিয়াল মাদ্রিদে আসা অসম্ভব কিছু নয়। জিদান শিবিরে গেলে বরং রিয়ালের জন্যই ভালো হবে। আর নেইমারকে আগেভাগেই স্বাগত জানিয়ে রেখেছেন ক্যাসেমিরো! জানালেন, ‘রিয়ালে যোগ দিলে নেইমারকে স্বাগত জানাব।’ একটা প্রশ্ন ছুড়ে ক্যাসেমিরো বলেন, ‘কেন সে (নেইমার) রিয়ালে খেলতে পারবে না? এখানে এলে আমরা সবাই তাকে স্বাগত জানাব। নেইমার একজন দারুণ ফুটবলার। আমি সবসময়ই তার বন্দনা করি।’ নেইমারের বাবারও প্রশংসা করেন ক্যাসেমিরো, ‘নেইমার তার বাবার পরামর্শে সব করে! তার বাবা এক ভালো মানুষ। তিনি জানান, নেইমারকে কিভাবে সামনে এগিয়ে নিতে হবে। নেইমার বার্সা ছাড়ুক, আর না-ই ছাড়ুক; সবসময়ই তার জন্য শুভকামনা থাকবে।’
×