ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওসিকে সতর্ক করে আজাদকে হজে পাঠাতে ব্যবস্থা নিতে নির্দেশ

প্রকাশিত: ১৯:১৯, ২৪ জুলাই ২০১৭

ওসিকে সতর্ক করে আজাদকে হজে পাঠাতে ব্যবস্থা নিতে নির্দেশ

স্টাফ রিপোর্টার॥ পুলিশ ভেরিফিকেশনে হজ গমনে ইচ্ছুক জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে সতর্ক করে দিয়ে অব্যাহতি দিয়েছেন। একইসঙ্গে হজ গমনে ইচ্ছুক মো. আজাদ হোসেন ভূঞাকে হজে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রবিবার আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ওসি মোশাররফ হোসেন। গত ১৭ জুলাই পুলিশ ভেরিফিকেশনে হজ গমনে ইচ্ছুক জীবিতকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় তার ব্যাখ্যা দিতে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে পুলিশের এ প্রতিবেদনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আখাউড়ার বাসিন্দা মো. আজাদ হোসেন ভূঞাকে মৃত দেখিয়ে গত ২০ জুন প্রতিবেদন দেয় আখাউড়ার থানা পুলিশ। পুলিশের এ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে গত ১২ জুলাই রিট দায়ের করেন জীবিত আজাদ হোসেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন কায়সার জাহিদ ভূইয়া। পরে আইনজীবী জাহিদ ভূইয়া সাংবাদিকদের বলেন, হজ গমনে ইচ্ছুক আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞার পুলিশ ভেরিফিকেশন করে প্রতিবেদন দাখিল করে। তাতে জীবিত আজাদ হোসেনকে মৃত দেখিয়ে প্রতিবেদন দাখিল করে ওই থানার তদন্তকারী আবুল কালাম। পরে ওই প্রতিবেদনের আলোকে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাকে মৃত বলে তথ্য প্রকাশ করে।
×