ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুরুষদের পোশাকের সাধারণ ক্যাটাগরিসমূহ

প্রকাশিত: ০৫:২০, ২৪ জুলাই ২০১৭

পুরুষদের পোশাকের সাধারণ ক্যাটাগরিসমূহ

স্ট্রিটওয়্যার নাম শুনে রাস্তার পোশাক মনে হলেও স্ট্রিটওয়্যার বলতে মূলত ঘরে পরার পোশাক বোঝায়। এই ফ্যাশনে হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার প্যান্টের সঙ্গে হাফ হাতা টি-শার্ট পরা হয়ে থাকে। চাইলে ঢোলা ট্রাউজারও পরতে পারেন। পায়ে থাকতে পারে স্যান্ডেল, লোফার ইত্যাদি। বন্ধুবান্ধবের সঙ্গে ট্র্যাকিং বা সমুদ্র সৈকতে ভ্রমণে বের হলেও এ ধরনের পোশাক আরামদায়ক ও মানানসই হবে। ক্যাজুয়াল ক্যাজুয়াল পোশাক ঘরের বাইরে ঘোরাফেরা, কেনাকাটা ইত্যাদি কাজের জন্য উপযোগী। ফুলহাতা কিংবা হাফহাতা শার্ট বা টি-শার্ট উভয়ই পরা যেতে পারে। ক্যাজুয়াল পোশাক নানা রঙের এবং ডিজাইনের হয়ে থাকে। সঙ্গে পরতে পারেন জিন্স বা গ্যাবাডিনের প্যান্ট। শার্ট প্যান্ট উভয় ক্ষেত্রেই নানা রং এবং ডিজাইনের হতে কোন বাধা নেই। পায়ে থাকবে স্যান্ডেল, কেডস বা লোফার। বিজনেস ক্যাজুয়াল বিজনেস ক্যাজুয়াল ফ্যাশনে ক্যাজুয়াল লুকের ভেতর একটু ফর্মাল ছোঁয়া থাকে। আজকাল অনেকেই অফিসে বিজনেস ক্যাজুয়াল পরে থাকেন। তবে সব অফিস কিন্তু বিজনেস ক্যাজুয়াল পোশাকের অনুমতি দেয় না। এটা নির্ভর করে প্রাতিষ্ঠানিক রীতিনীতির উপর। পোলো টি-শার্ট এবং গ্যাবাডিন প্যান্ট এই ক্যাটাগরির জন্য উপযোগী। খেয়াল রাখা প্রয়োজন, টি-শার্টের কলার থাকতে হবে এবং টি-শার্ট ও প্যান্ট উভয়ই অপেক্ষাকৃত কম নকশাদার ও শালীন হওয়া প্রয়োজন। অফিসিয়াল ট্রিপে এ ধরনের পোশাক বেশ আরামদায়ক। জুতার ক্ষেত্রে পুরোপুরি ফরমাল স্যু না পরে কিছুটা ক্যাজুয়াল লুকের জুতা বেশি মানানসই হবে। স্মার্ট ক্যাজুয়াল স্মার্ট ক্যাজুয়ালে ফরমাল এবং ক্যাজুয়াল পোশাকের ভারসাম্যপূর্ণ সহাবস্থান ঘটে। ফর্মালের ভেতরেও স্টাইলিশ ভাবটা ফুটিয়ে তোলা যায়, যেটা কিনা একই সঙ্গে প্রফেশনাল আবার আরামদায়ক। সাধারণ শার্ট-প্যান্ট পরতে পারেন, শার্ট প্যান্টে গোঁজা বা ইন থাকতে পারে। একটি স্টাইলিশ টাই ভাল মানাবে। সাধারণ ব্লেজার থেকে জ্যাকেট স্টাইলের কোট বেশি মানানসই। একরঙা জিন্সও পরতে পারেন। বিজনেস ফরমাল সাধারণত ফরমাল পোশাক বলতে আমরা যা বুঝি সেটাই হলো বিজনেস ফরমাল, যা পুরোপুরিভাবেই অফিসিয়াল পোশাক। আসলে একটি সম্পূর্ণ ব্লেজার সেট বা স্যুট থাকতে হবে। সাদা, হাল্কা নীল, ক্রিম ইত্যাদি রঙের ফুলহাতা শার্ট পরতে পারেন। হাল্কা স্ট্রাইপ দেয়া শার্টও মানানসই। শার্টের সঙ্গে থাকবে টাই। প্যান্ট এবং বেল্টটিও হতে হবে ফরমাল। সাধারণ ডায়ালের বেল্ট বা চেইন ঘড়ি থাকতে পারে হাতে। অক্সফোর্ড স্যু বেশি মানানসই হলেও পরতে এবং খুলতে অসুবিধাজনক হওয়ায় সাধারণ ফরমাল স্যু বেশি জনপ্রিয়। ঋতুভেদে স্যুট বাদ রেখে শার্ট-প্যান্ট এবং টাই পরতে পারেন।
×