ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাসের হারে মেয়েরা এগিয়ে, ছেলেরা জিপিএ-৫-এ

প্রকাশিত: ০৪:৩৮, ২৪ জুলাই ২০১৭

পাসের হারে মেয়েরা এগিয়ে, ছেলেরা জিপিএ-৫-এ

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে আছে ছেলেরা। বছরটিতে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। তবে ছাত্রদের মধ্যে ৬৭ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করলেও মেয়েদের পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। ডিআইবিএসসহ এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৯৬৯ জন। আর ছাত্রীদের মধ্যে ১৭ হাজার ৪৩৪ জন জিপিএ-৫ পেলেও ছাত্ররা পেয়েছে ২০ হাজার ৫৩৫ জন। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ১ হাজার ৭১১ জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি মিলয়ে ১০ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ, যা আগের বছর ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। এ হিসাবে এবার পাসের হার কমেছে প্রায় ৫ দশমিক ৭ শতাংশ। খাতা দেখায় কড়াকড়ি ও মূল্যায়ন পদ্ধতি পাল্টানোয় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৬৯ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ১৬ শতাংশ ও মেয়েদের ৭১ দশমিক ৪১ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৪৬ শতাংশ ও মেয়েদের ৭৬ দশমিক ০১ শতাংশ। কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৪৯ দশমিক ৫৬ শতাংশ ও মেয়েদের ৪৯ দশমিক ৪৮ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৬৬ দশমিক ৫৬ শতাংশ ও মেয়েদের ৭৩ দশমিক ৯৩ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের ৬১ দশমিক ০৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের ৫৯ দশমিক ৫৫ শতাংশ ও মেয়েদের ৬২ দশমিক ৬৫ শতাংশ। বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৩৬ ও মেয়েদের ৭৩ দশমিক ৪১ শতাংশ। সিলেট বোর্ডে পাসের হার ৭২ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩৯ ও মেয়েদের ৭৩ দশমিক ৩৬ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের পাসের হার ৬২ দশমিক ৮১ ও মেয়েদের ৬৫ দশমিক ৪৪ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের পার ৭৭ দশমিক ০২ শতাংশ, করিগরিতে ৮১ দশমিক ৩৩ শতাংশ ও ডিআইবিএস (ঢাকা) ৭১ দশমিক ৫৮ শতাংশ। পাসের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছে ছেলেরা। বছরটিতে মোট ৩৭ হাজার ৯৬৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর ১৭ হাজার ৪৩৪ ছাত্রী জিপিএ-৫ পেলেও ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৫৩৫ জন। বছরটিতে মেয়েদের তুলনায় ৩ হাজারে ১০১ জন বেশি ছেলে জিপিএ-৫ পেয়েছে। এদিকে, ঢাকা বোর্ডে ১৮ হাজার ৯৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বোর্ডটিতে ছেলেদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১০ হাজার ১০৫ জন ও মেয়েদের ৮ হাজার ৮২৫ জন। রাজশাহী বোর্ডে ৫ হাজার ২৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। এক্ষেত্রে ছেলের সংখ্যা ২ হাজার ৯৩৯ ও মেয়ে ২ হাজার ৩৫৫। কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৭৮ জন। এর মধ্যে ছেলে ৩২৫ ও মেয়ে ৩৫৩ জন। যশোর বোর্ডে ২ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলের সংখ্যা ১ হাজার ৩০৫ ও মেয়ের সংখ্যা ১ হাজার ১৪২। চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলে ৭৬৭ ও মেয়ে ৬২৪ জন। বরিশাল বোর্ডে ৮১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলে ৩৯৭ ও মেয়ে ৪১৮ জন। সিলেট বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৭০০, ছেলে ৪৫৫ ও মেয়ে ২৪৫ জন। দিনাজপুর বোর্ডে ২ হাজার ৯৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ ও মেয়ে ১ হাজার ১৯৬ জন। সব মিলিয়ে ৮টি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৪১ জন। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন আর কারিগরিতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন শিক্ষার্থী।
×