ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি

ভৈরবে ভিক্ষুক বেশে বাড়ি থেকে শিশু চুরি

প্রকাশিত: ০৩:৩১, ২৩ জুলাই ২০১৭

ভৈরবে ভিক্ষুক বেশে বাড়ি থেকে শিশু চুরি

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ ভৈরবে ভিক্ষুক বেশে ৭ মাসের ঘুমন্ত শিশুকে চুরির অভিযোগ উঠেছে । শিশুটিকে উদ্ধারের জন্য শিশুটির পরিবার বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করেও না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে । এ ঘটনায় এলাকাবাসিদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে । এ ঘটনায় রবিবার ভৈরব থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে । ভৈরবের শম্ভুপূর বড়কান্দা গ্রামের পাদুকা কারিগর বাছির মিয়ার ৪ সন্তানের মধ্যে সবার ছোট ৭ মাসের শিশু নুরনবী । শনিবার সকালে শিশুটির বাবা প্রতিদিনের মত কাজে বের হয় ।কাজে যোগ দিয়ে ঐদিন দুপরে খবর পান তার শিশুটিকে ভিক্ষুক বেশে এক নারী চুরি করে নিয়ে গেছে । ছেলে চুরির এমন দুঃসংবাদে যেন আকাশ ভেঙে পড়েছে মাথার উপর । কি করবে কিছু বোঝে উঠতে পারছিলেন না । শিশুটি চুরির পর মা-বাবা,ভাই-বোন,আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশির মাঝে বইতে শুরু করে শোক আর অনুতাপ । কি করে এমন ঘটনা ঘটল তা কিছুতেই বোঝে উঠতে পারছেনা কেউ । শিশু চুরির ঘটনা এলাকায় এই প্রথম এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি । শিশুর বাবাসহ পরিবার ও এলাকাবাসিরা জানান শনিবার দুপুরে শিশুর মা শিল্পী বেগম শিশুটিকে একা ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে পাশের একটি পুকুরে কাপড় ধোতে যায় । এমন সময় অজ্ঞাত এক নারী ভিক্ষুক বেশে ভিক্ষা করছিল । ভিক্ষাবৃত্তির এক ফাকে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায় । এরপর ওই নারীকে আর খোজেঁ পাওয়া যায়নি ।তবে এর আগে ওই নারীকে এলাকায় কখনো কেউ দেখেনি বলে এলাকাবাসিরা জানান। এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান জানান শিশুটিকে কে বা কারা নিয়ে গেছে কেউ দেখেনি । তবে এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে এবং আমরা শিশটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।
×