ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছাত্রীদের ওপর নির্যাতনের ঘটনায় সুষ্ঠ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবি

প্রকাশিত: ০২:৪৫, ২৩ জুলাই ২০১৭

ছাত্রীদের ওপর নির্যাতনের ঘটনায় সুষ্ঠ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ) শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর নির্যাতনের ঘটনায় সুষ্ঠ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবি চেয়ে ‘শামসুন্নাহার হল নির্যাতন দিবস’ পালন করেছে ছাত্রলীগ। নানান কর্মসূচির মধ্য রবিবার দিবসটি পালন ছাত্রলীগের নেতা-কর্মিরা। দিবসটিকে স্মরণ করে এর প্রতিবাদস্বরূপ গতকাল রাত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোকমিছিল করে ছাত্রলীগ। ঢাবি শাখা ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এরপর ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে সেখান থেকে একটি আলোকমিছিল বের করা হয়। মিছিলটি শামসুন্নাহার হলের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সকালে, বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে চিত্র প্রদর্শনীর আয়েজিন করে শাসসুন্নাহার হল ছাত্রলীগ। ছাত্রীদের নির্যাতনের নানান দিক তুলে ধরা হয় চিত্রের মাধ্যমে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, খালেদা-নিজামীর নেতৃত্বে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য দায়ী ছাত্রদলের নেতা-কর্মীরা। ছাত্রীদের ওপর নির্যাতনকারী ছাত্রদলের নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। ২০০২ সালের ২৩ জুলাই বিএনপি-জামাতের সময়ে পুলিশের পুরুষ সদস্যরা এবং জাতীয়তাবাদী ছাত্রদল রাতের অন্ধকারে শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রক্টর অধ্যাপক নজরুল ইসলাম ও হল প্রভোস্ট অধ্যাপক সুলতানা শফি পদত্যাগ করেন।
×