ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদের

প্রকাশিত: ০২:৩২, ২৩ জুলাই ২০১৭

মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদের

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে জাতীয় স্বার্থ পরিপন্থি ধারা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ। সংগঠনটি এসব দাবি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। রবিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন ৩ দফা দাবি উত্থাপন করে মাসব্যাপী এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম। সংগঠনটির পক্ষে অভিযোগ করে বলা হয়, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০১৫ এর কতিপয় ধারা জাতীয় স্বার্থ পরিপন্থি। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্বেও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমাধানে গেজেট প্রকাশিত হচ্ছে না। এসব সমস্যা দ্রুত সমাধান করতে হবে। আমাদের এই তিনটি দাবি মানা না হলে মাসব্যাপী আন্দোলন চালিয়ে যাবে আমরা। ঘাষিত মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সকল সার্ভিস এসোসিয়েশন নিজ নিজ সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ এবং সংস্থা প্রধানের মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রেরণ। ৮ আগস্ট সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী ও গণপূর্ত মন্ত্রীর নিকট স্মরকলিপি প্রদান। ৯ আগস্ট থেকে ২০ আগস্ট (১৫ আগস্ট ব্যাতীত) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে পত্র মিছিল। ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও গণপূর্ত মন্ত্রীর নিকট স্মরকলিপি প্রেরণ। এরপরও দাবি মান না হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ওই সংবাদ সম্মেলনে সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
×